Sports News: আগামী দু’বছরে আইএসএল খেলার লক্ষ্য অভিষেক ব্যানার্জীর ক্লাবের

Abhishek-Football-Club

লক্ষ্য ইন্ডিয়ান সুপার লিগ ((ISL) খেলা। আপাতত এই টুর্নামেন্টকে পাখির চোখ করে এগোতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তাই সুপার লিগ কিংবা ভারতীয় ফুটবল সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে এরকম একজনকে কোচ হিসেবে চাইছিল টিম ম্যানেজমেন্ট।

Advertisements

বৃহষ্পতিবার জানা গিয়েছিল, মোহনবাগানের চ্যাম্পিয়ন কোচ কিবু ভিকুনাকে হেড কোচ হিসেবে নিয়োগ করার চেষ্টা চালাচ্ছে ডায়মন্ড হারবার ক্লাব। কথাবার্তা অনেকটা এগিয়েছে বলে জানা গিয়েছিল। আবির্ভাবে কিবুকে কোচ করে আনলে তা নিঃসন্দেহে হবে চমক।

সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগকে পাখির চোখ করে এগোতে চাইছে ক্লাব। এক্ষেত্রে আগামী দুই বছর নিজেদের সামনে টার্গেট সেট করেছে দল। সেই অনুযায়ী কোচ চয়ন । এবং আরও ভালো দল গঠনের চেষ্টা চালানো হবে আগামী দিনে।

Advertisements

জানা গিয়েছে, কিবু ছাড়াও সঞ্জয় সেনও ছিলেন ক্লাব ম্যানেজমেন্টের পছন্দের তালিকায়। শোনা গিয়েছে অস্কার ব্রুজনের নাম । যিনি এখন বাংলাদেশের বসুন্ধরা কিংসের দায়িত্বে রয়েছে। ভারতীয় ফুটবল সম্পর্কে রয়েছে সম্যক ধারণা। আই লিগের পাশাপাশি আইএসএল সম্পর্কে অভিজ্ঞতা তাঁর রয়েছে।