দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের (IND vs SA) প্রথম ম্যাচে ভারতের পরাজয়ের পর স্কোয়াডে বদল। টেস্ট দলে ঢুকে পড়েছেন এক উঠতি ভারতীয় ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে কাজে লাগতে পারেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় স্কোয়াডে নতুন ক্রিকেটারের সংযোজন করার কথা জানিয়েছে। টেস্ট সিরিজে মুখ রক্ষা করতে হলে দ্বিতীয় ম্যাচে ভারতকে ফিরে আসতে হবে। প্রথম ম্যাচেই বিব্রতকর রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে জোর ধাক্কা খেয়েছে রোহিত শর্মার নেতৃত্বে থাকা দল। ফাইনাল পর্যন্ত পৌঁছতে হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ দলকে ঘুরে দাঁড়াতে হবে। এ কারণে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে বিসিসিআই।
🚨 NEWS 🚨
Avesh Khan added to India’s squad for 2nd Test.
Details 🔽 #TeamIndia | #SAvINDhttps://t.co/EsNGJAo8Vl
— BCCI (@BCCI) December 29, 2023
চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। প্রাথমিকভাবে জল্পনা ছিল যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে শামি সেরে উঠবেন, তবে তিনি সেরে উঠতে পারেননি এবং শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এবার মহম্মদ শামির বদলে দলে জায়গা পেয়েছেন তারকা বোলার আভেশ খান। প্রথম ম্যাচে ভারত ইনিংসে হারলেও বোলিং বিভাগে কিছু ইতিবাচক দিক নজরে এসেছে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা উইকেট থেকে সাহায্য পেয়েছেন।
পরিসংখ্যান আশাপ্রদ না হলেও অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বোলিং প্রশংসার প্রাপ্য। সীমিত ওভারের ক্রিকেটে আভেশ খান নিজের প্রতিভা প্রদর্শন করেছেন। দক্ষিণ আফ্রিকার আবহাওয়া, পরিবেশের সঙ্গে এখন মানিয়ে নিয়েছেন। তাই তাকে টেস্ট স্কোয়াডে সুযোগ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলে অনেকে মনে করছেন।