Austria vs Netherlands: গ্ৰুপ শীর্ষে থেকে ইউরোর পরের পর্বে অস্ট্রিয়া

austria vs netherlands euro 2024

একদিনে চলছে কোপা আমেরিকা, অন্য দিকে চলছে উয়েফা ইউরো ২০২৪ (UEFA Euro 2024)। ইউরো কাপে ইতিমধ্যে চমক দিয়েছে অস্ট্রিয়া। গ্ৰুপ পর্বের বাধা অতিক্রম করে অস্ট্রিয়া পৌঁছে গিয়েছে নক-আউট স্টেজে। হেভিওয়েট নেদারল্যান্ডসের বিরুদ্ধে (Austria vs Netherlands) ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস তৈরি করেছে অস্ট্রিয়া। ১৯৭৮ সালের বিশ্বকাপের পর এই প্রথম কোনো ‘মেজর’ (বিশ্বকাপ/ ইউরো) টুর্নামেন্টের গ্ৰুপ পর্বের শীর্ষ স্থানে অবস্থান করেছে।

অমলীন মেসি-জাদু, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে Argentina

   

মঙ্গলবার অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় গোল করে ম্যাচ জিতে নেয় অস্ট্রিয়া।ডাচদের বিরুদ্ধে ম্যাচ শেষে অস্ট্রিয়া শেষ ষোলোতে ঢুকে পড়েছে। ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যেমন উৎসাহ দেখা যাচ্ছে, তেমনই ইউরো ২০২৪-এর প্রতি আগ্রহ দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে। ফুটবলপ্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে শীঘ্রই নকআউট রাউন্ড শুরু হতে চলেছে।

মঙ্গলবার হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে অস্ট্রিয়া। নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। ম্যাচে ডাচ ফরোয়ার্ড ড্যানিয়েল আত্মঘাতী গোল করার পর শুরুতেই লিড পেয়ে গিয়েছিল অস্ট্রিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল অস্ট্রিয়া।

 

খেলার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছিল বিরতির পর। সিমন্সের বিরতির পর গোল ডাচদের হয়ে ম্যাচে সমতা আনে। এরপর রোমান গোল করে অস্ট্রিয়াকে আবারও লিড এনে দেন। এরপর নেদারল্যান্ডসের হয়ে গোল করে সমতা ফেরান মেমফিস ডিপে। কিন্তু এর দুই মিনিট পর মার্সেল সাবিৎজার গোল করে অস্ট্রিয়ার হয়ে জয় সূচক গোল করেন। অস্ট্রেলিয়ার পক্ষের স্কোরলাইন হয় ৩-২। সেই সঙ্গে চলতি ইউরোর শেষ ষোলোতে প্রবেশ করে দল।

মোহনবাগানের পর এবার East Bengal করল বড় ঘোষণা

ইউরো ২০২৪-এর দ্বিতীয় ম্যাচে ফ্রান্স ও পোল্যান্ডের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছিল। দুই দলের পক্ষ থেকে ১ টি করে গোল করা হয়। এই ম্যাচের ড্রয়ের ফলে গ্রুপের শীর্ষে অস্ট্রিয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন