HomeSports Newsদশমীতে এগিয়ে হরমনপ্রীতরা, জোড়া চোটে 'ব্যাকফুটে' অস্ট্রেলিয়া

দশমীতে এগিয়ে হরমনপ্রীতরা, জোড়া চোটে ‘ব্যাকফুটে’ অস্ট্রেলিয়া

- Advertisement -

অনেক বিপত্তি পর হয়ে অবশেষে ৩রা অক্টোবর থেকে দুবাইয়ে শুরু হয়েছে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে থাকলেও শুরুটা খুব একটা ভালো করতে পারেনি হরমনপ্রীত এন্ড কোম্পানি। অনভিজ্ঞ নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হতে হয়েছিল ভারতীয় মহিলাবাহিনীকে। তবে শুরুতে হারলেও পরপর দুই ম্যাচে জয় অনেকটা আত্মবিশ্বাস দিয়েছে স্মৃতি – শেফালীদের। তাই আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সতর্ক থাকলেও চনমনে ছিল উইমেন ইন ব্লুজ। তবে আজ দশমীর দিনে ভারতের ‘সুখবরের’ মাত্রা আরও একটু বাড়ল। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও অজি অধিনায়ক আলিসা হিলি এবং পেসার তাইলা ভ্লামেনিক চোট পেয়ে ‘অনিশ্চিত’ পড়েছেন (IND-W vs AUS-W Injury Updates) আগামীকালের ম্যাচে।

এই বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্তভাবে নিজেদের মেলে ধরেছেন অস্ট্রেলিয় মহিলারা। এ গ্রুপের তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতে গ্রুপ শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ছয় পয়েন্ট সহ ভাল রানরেট রেখে সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত করে ফেলেছেন তাঁরা। এছাড়াও শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে হারানোর পর গতকাল ‘বিশাল’ ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছেন অজিরা।

   

অন্যদিকে শুরুতে নিউজিল্যান্ডের কাছে হার মানলেও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে বড় মার্জিন হারিয়েছেন ভারতীয় মহিলা ব্রিগেড। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেলেও রানরেটের দিক থেকে অস্ট্রেলিয়ার অনেক পিছনে রয়েছে ভারত। তাই গ্রুপ শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেন তেন প্রকারেন জিতে দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠতে চান হরমনপ্রীত – স্মৃতি – জেসমিনরা।

ভারত নয়, দুই ম্যাচ জিতে সেমির রাস্তায় এখন ইংল্যান্ড

গতকাল পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে পিঠে চোট পান অজি অধিনায়ক অ্যালিসা হিলি। ২৩ বল খেলে ৩৭ রানে ব্যাট করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন মিচেল স্টার্ক পত্নী। তবে তাঁর চোটের প্রভাব কতটা এ বিষয়ে এখনও পর্যন্ত সেভাবে মন্তব্য প্রকাশ করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে শোনা যাচ্ছে পিঠের পাশাপাশি নাকি কাফ মাসলেও চোট রয়েছে হিলির।

Womens T20 World Cup: সাত বছরের পুরনো রেকর্ড ভেঙে পাকিস্তানকে হারাল ভারত-কন্যারা

তাই সব মিলিয়ে তাঁর সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবেই। এছাড়াও হিলির পাশাপশি চোটের কবলে রয়েছেন বোলার তাইলা ভ্লামেনিক। পাকিস্তান ম্যাচে না খেললেও পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে চোট পান এই তারকা পেসার।

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সমস্ত ম্যাচ জেতার নেপথ্যে রয়েছে হিলির হিমশীতল মস্তিষ্ক। সেটা গুরুত্বপুর্ণ সময়ে অভিজ্ঞ অলরাউন্ডার পেরিকে বল হাতে নিয়ে আসাই হোক বা মুনিকে দিয়ে ওপেন করানোই হোক – সমস্ত কিছুতেই রয়েছে হিলির অদৃশ্য হাত। এছাড়াও ব্যাট হাতেও ভালো ছন্দে রয়েছেন তিনি। তাই তাঁর চোট (IND-W vs AUS-W Injury Updates) অবশ্যই বড় ধাক্কা অস্ট্রেলিয় দলের কাছে। তবে হিলির চোট কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন হরমনপ্রীত এন্ড কোম্পানি। গোটা টুর্নামেন্ট জুড়ে এখনও অবধি অপরাজিত থাকা অস্ট্রেলিয়াকে হারাতে এটাই তাঁদের কাছে সুবর্ন সুযোগ। তবে সেই সুযোগের কতটা সদ্ব্যবহার করতে পারে উইমেন ইন ব্লুজ -সেটাই এখন দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular