পুরুষদের বিশ্বকাপে আকাশচুম্বী সাফল্যের মুখ দেখেলেও; মহিলাদের বিশ্বকাপে প্রথম থেকেই বেশ বিপাকে রয়েছে ভারত। সোমবার (৭ই অক্টোবর) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বি গ্রুপ শীর্ষে উঠেছিল ইংল্যান্ড মহিলা দল। গতকাল প্রতিবেশী নিউজিল্যান্ডকে হারিয়ে এ গ্রুপের শীর্ষস্থান দখল করলেন অস্ট্রেলীয় মহিলা ব্রিগেড। দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে এদিন নিউজিল্যান্ডকে ৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই সাথে টানা নবমবারের মতো সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে ব্যাগি গ্রিন বাহিনী। তবে অস্ট্রেলিয়ার এই জয়ে কিছুটা হলেও সেমিফাইনাল খেলার অঙ্ক (Australia vs New Zealand India Impact) কঠিন হয়ে পড়ল ভারতের কাছে।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাটে হাতে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে অ্যালিসা হিলি এন্ড কোম্পানি। ওপেনার মুনি (৪০) এবং তারকা ব্যাটার পেরি (৩০) জুটির সুবাদে ১০০ রানের গণ্ডি টপকায় কাঙ্গারুবাহিনী। এছাড়াও ওপেন করতে নেমে কিছুটা হলেও সফল হয়েছেন অজি অধিনায়ক হিলি (২৬)।
WT20 WC Table: Australia Beat NZ, Onus On India To Make The Most Out Of It https://t.co/7lngTilQAT pic.twitter.com/7MBlHuw7Rq
— CricketNDTV (@CricketNDTV) October 8, 2024
তবে এই তিন ব্যাটার ছাড়া আর কেউ সেভাবে দুই অঙ্কের রান করতে ব্যর্থ হয়েছেন। এমনকি অভিজ্ঞ অলরাউন্ডার গার্ডেনার এদিন ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ (৬)। বিগত ম্যাচে ভারতের বিরুদ্ধে বল হাতে ‘মাস্টারস্ট্রোক’ প্রয়োগ করলেও এদিন সেভাবে কিছু করতে পারেননি কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন। একমাত্র স্পিনার অ্যামিলিয়া কের চারটি উইকেট নিয়েছেন।
IND vs AUS ফাইনাল ম্যাচের পিচে হয়েছিল কারচুপি? মুখ খুললেন প্রাক্তন কোচ
বোলিং বিভাগে ব্যর্থতার পর ব্যাট করতে নেমেও এদিন ব্যর্থ নিউজিল্যান্ড। ১৪৮ তাড়া করতে গিয়ে মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, সোফি মোলিনিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৮৮ রানে গুটিয়ে গেছে কিউই মহিলা দল।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বড় ব্যবধানের এ জয়ে লাভ হয়েছে পাকিস্তানের। ভারতের ক্ষতি না হলেও নেট রান রেটে পিছিয়ে থাকার দুশ্চিন্তা রয়েই গেছে। ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে আসা অস্ট্রেলিয়া পাকিস্তানকে তুলে এনেছে দুইয়ে। শীর্ষস্থান থেকে নিউজিল্যান্ড নেমে গেছে তিনে। আর ভারত ও শ্রীলঙ্কা আটকে আছে চারে ও পাঁচে।
আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। নেট রান রেটে পিছিয়ে থাকায় বিশ্বকাপে টিকে থাকতে হলে লঙ্কানদের হারাতেই হবে হরমনপ্রীত কৌর–স্মৃতি মান্ধানাদের। অন্যদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে চামারি আতাপাত্তুর দলকেও এ ম্যাচে জিততেই হবে। আর নিজের সম্ভবত শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এই ম্যাচ প্রাণপণে জিতে চাইবেন দুই দলের অধিনায়ক।
Women’s T20 World Cup: বিশ্বকাপের সূচি প্রকাশ, ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তান
প্রসঙ্গত উল্লেখ্য যে গত এশিয়া কাপ ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই হেরে গিয়েছিল ভারত। তবে গতকাল হাইভোল্টেজ ম্যাচ জিতে অবশ্যই আত্মবিশ্বাসী হরমনপ্রীত এন্ড কোম্পানি। নেট রান রেটের হিসাবে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের হারে এখনও পিছিয়ে রয়েছে উইমেন ইন ব্লুজ। তাই আজকের ম্যাচ জিতে নিজেদের লিগ টেবিলে কতটা ওপরের দিকে (Australia vs New Zealand India Impact) তুলতে পারে ভারতীয় দল সেটাই এখন দেখার বিষয়।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া মহিলা দল: ২০ ওভারে ১৪৮/৮
(মুনি ৪০, পেরি ৩০, হিলি ২৬; কের ৪/২৬, হাল্লিডে ২/১৬, মেইর ২/২২)।
নিউজিল্যান্ড মহিলা দল: ১৯.২ ওভারে ৮৮ অলআউট
(কের ২৯, বেটস ২০, তাহুহু ১১; শুট ৩/৩, সাদারল্যান্ড ৩/২১, মোলিনি ২/১৫)।
ফল: অস্ট্রেলিয়া মহিলা দল ৬০ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: মেগান শুট।