বিশ্বকাপের আগে অবসর ঘোষণা করে ক্রিকেটমহলকে চমকে দিলেন অজি অধিনায়ক

australia-alyssa-healy-retirement-india-series

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা উইকেটরক্ষক-ব্যাটার ও অধিনায়িকা আলিসা হিলি (Alyssa Healy)। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজই যে অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর শেষ, তা মঙ্গলবার এক পডকাস্টে নিজেই ঘোষণা করলেন হিলি। ১৬ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন তিনি।

Advertisements

আইপিএলের আগে আচমকাই অবসর শাহরুখের দলে খেলা ক্রিকেটারের

   

ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বাধিক রানসংগ্রাহক হিলি। বছর চারেক আগে ক্রাইস্টচার্চে বিশ্বকাপ ফাইনালে তাঁর ঐতিহাসিক ১৭০ রানের ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। পুরুষ ও মহিলা দুই বিভাগ মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রান।

পডকাস্টে মিচেল স্টার্কের স্ত্রী হিলি জানান, কয়েক মাস ধরেই অবসর নিয়ে ভাবনাচিন্তা চলছিল। দীর্ঘদিন শীর্ষস্তরের ক্রিকেট খেলার ফলে ধীরে ধীরে প্রতিযোগিতামূলক মানসিকতায় ভাটা পড়ছে বলে অনুভব করছেন তিনি। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানান অজি অধিনায়িকা।

হিলি বলেন, “মিশ্র আবেগের সঙ্গে জানাচ্ছি, ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজই অস্ট্রেলিয়ার হয়ে আমার শেষ। এখনও দেশের হয়ে খেলতে নামার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে সেই আগ্রাসী প্রতিযোগিতামূলক মানসিকতা আর আগের মতো নেই। তাই এটাকেই সঠিক সময় মনে হয়েছে।”

দুদিন ফাঁকা মাঠে হবে WPL, কারণ শুনলে চমকে উঠবেন?

অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২৮৫টি ম্যাচ খেলেছেন হিলি। তাঁর ব্যাট থেকে এসেছে সাত হাজারেরও বেশি আন্তর্জাতিক রান, রয়েছে আটটি শতরান। কেরিয়ারের দীর্ঘ সময় মেগ ল্যানিংয়ের ডেপুটি হিসেবে দলের দায়িত্ব সামলানোর পর ২০২৩ সালে পূর্ণকালীন অধিনায়িকার দায়িত্ব পান তিনি। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে ১৬-০ ব্যবধানে জয় তাঁর কেরিয়ারের অন্যতম স্মরণীয় সাফল্য।

চলতি উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে না নেওয়ায় অনুরাগীদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও তিনি বিদায় নিচ্ছেন কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেননি হিলি।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরপর ৬ মার্চ শুরু হবে একমাত্র টেস্ট। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আলিসা হিলির বর্ণময় যাত্রার পর্দা নামতে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements