AUS vs SL Tests: শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলতে যাবে অস্ট্রেলিয়া। তার আগে দল ঘোষণা করেছে বোর্ড। তাতে নেই প্যাট কামিন্স। তিনি খেলবেন না, কারণ তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হবে ওই সময়। অধিনায়কত্ব করবেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তাছাড়া গোড়ালির চোটও আছে কামিন্সের। সবমিলিয়ে এই সফরে যাচ্ছেন না তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড-
স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), ট্র্যাভিস হেড (ভাইস ক্যাপ্টেন), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জোশ ইংলিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথিউ কুনম্যান, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, ন্যাথন ম্যাকসুইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
অজি টিম ম্যানেজমেন্ট নিশ্চিতভাবেই জানে যে, গলের দুই টেস্টে ঘূর্ণি পিচে টেস্ট খেলতে হবে তাদের। তাই টেস্ট স্কোয়াডে ভরে ভরে স্পিনার তথা স্লো বোলিংয়ের বিকল্প রাখে তারা। নাথান লিয়ন অস্ট্রেলিয়ার প্রাইম স্পিনার। তাঁর সঙ্গে স্পিন বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার হাতে থাকছে আনক্যাপড কুপার কনলি। এছাড়া ম্যাট কুনম্যান ও টড মার্ফির সঙ্গে পার্টটাইম স্পিনার হিসেবে থাকছেন ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান ও ন্যাথন ম্যাকসুইনি।
প্যাট কামিন্স ছাড়াও অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে উল্লেখযোগ্য অনুপস্থিতি চোখে পড়ছে তারকা পেসার জোশ হেজেলউড ও অল-রাউন্ডার মিচেল মার্শের। হেজেলউড ও মার্শ উভয়েই ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টে মাঠে নামেননি। দুই তারকা এই ফাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি সারবেন। দীর্ঘদিন ফার্স্ট ক্লাস ম্যাচ না খেলা সত্ত্বেও গ্লেন ম্যাক্সওয়েল আশা করেছিলেন শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে সুযোগ পাবেন। বাস্তবে তেমন ছবি দেখা যায়নি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির শেষেই। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত অজিদের অথচ দক্ষিণ আফ্রিকাকে টপকে শীর্ষে ওঠা সম্ভব নয়। সুতরাং, সব দিক দিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার কাছে নিছক নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। তাই অধিনায়ক প্যাট কামিন্সের এই সিরিজে না খেলা দলে খুব একটা বড় প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।