AUS v PAK | ম্যাচ, সিরিজ দুটোই হাতছাড়া করল পাকিস্তান

Pakistan fight but still fall short as Australia

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের (AUS v PAK) মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও পরাজয়ের মুখে পড়েছে পাকিস্তান দল। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ৭৯ রানে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ফ্লপ প্রমাণিত হন পাকিস্তানি ব্যাটসম্যানরা।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের সামনে ছিল ৩১৬ রানের টার্গেট, যার জবাবে পাকিস্তানের পুরো দল ২৩৭ রানে গুটিয়ে যায় এবং অস্ট্রেলিয়া ম্যাচ সহ তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেয়। অস্ট্রেলিয়ার দখলে সিরিজ এখন ২-০। শেষ ম্যাচটি হবে স্রেফ নিয়ম রক্ষার। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করা প্যাট কামিন্স ম্যাচ সেরা নির্বাচিত হন।

   

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬২ রান তোলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নেমে মিচেল মার্শ দ্বিতীয় ইনিংসে করেন ৯৬ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি ৫৩ ও স্টিভ স্মিথ ৫০ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স করেন ১৬ রান। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও মীর হামজা। এছাড়া আমের জামাল নেন ২টি উইকেট।

দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের সামনে ছিল ৩১৬ রানের টার্গেট। জবাবে ২৩৭ রানে গুটিয়ে যায় পাক দল। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে ব্যাট করে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক শান মাসুদ। এছাড়া আগাহ সালমান ৫০, বাবর আজম ৪১ ও মহম্মদ রিজওয়ান ৩৫ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়া মিচেল স্টার্ক ৪টি ও জশ হ্যাজেলউড ১টি উইকেট নেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন