চলতি ক্রিকেট বিশ্বকাপে (World Cup ) একের পর এক উত্তেজক ম্যাচ। শুক্রবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর শনিবার নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। লক্ষ্মী পুজোর দিন রানের ফোয়ারা। দুই ইনিংসে উঠল দেদার রান। শেষ পর্যন্ত খেলার নিয়মে পরাজিত এক পক্ষ।
বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রবল দাবিদার। ভারতের কাছে পরাজিত হওয়ার পর ছন্দ হারিয়েছে নিউজিল্যান্ড। শনিবার তারা হারল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ৫ রানের ব্যবধানে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেননি। কিন্তু সময়ের সঙ্গে নিজেদের চেনা আগ্রাসী মেজাজে ফিরছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ীরা।
এদিন প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ৩৮৮ রান তোলে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুই ওপেনার প্রথম উইকেটে সংগ্রহ করেন ১৭৫ রান। ব্যক্তিগত ৮৫ রানে ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার আউট হলেও উইকেটে টিকে থেকে শতরানের ইনিংস খেলেছেন ট্রেভিস হেড। ৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন তিনি।
আসলে ধর্মশালার বাইশ গজে এদিন বোলারদের জন্য বিশেষ কিছু মজুত ছিল না। দিন ছিল ব্যাটসম্যানদের জন্য। নতুন বলেও মারকাটারি ব্যাটিং করেছেন ব্যাটাররা। শুরুটা খুব ভালো করার ফলে অস্ট্রেলিয়ার শেষটাও ভালো হয়েছে। অস্ট্রেলিয়ার দশম উইকেট পতন হওয়ার সময় স্কোরবোর্ডে ৩৮৮ রান। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ও ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট নিয়েছেন।
নিউজিল্যান্ডের হয়েও সেঞ্চুরি রয়েছে এই ম্যাচে। রচিন রবীন্দ্র ৮৯ বলে ১১৬ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ব্ল্যাক ক্যাপসের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন দ্যরেল মিচেল (৫৪ রান) ও জিমি নিশাম (৫৮ রান)। ৫০ ওভার ব্যাট করে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৩৮৩ রানে। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা তিন উইকেট পেয়েছেন।