ATK Mohunbagan: নেক্সট জেন টুর্নামেন্টে কাদের মুখোমুখি হবে সবুজ-মেরুন? দেখে নিন

ATK Mohun Bagan draw against Mumbai City FC

এবারের ফুটবল মরশুমের শুরু থেকেই যথেষ্ট ছন্দে থেকেছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) শিবির। সম্প্রতি হিরো ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে সিনিয়র দল। যা নিয়ে এখনো আনন্দে মাতোয়ারা গোটা শহর।

তবে পিছিয়ে নেই জুনিয়ররা। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের প্রথম ম্যাচ থেকে এখনো পর্যন্ত নিজেদের দাপট বজায় রেখেছে সুহেল-ফারদিনরা। বর্তমানে জাতীয় গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান। পাশাপাশি আসন্ন নেক্সটজেন কাপ খেলার ও যোগ্যতা অর্জন করেছে পালতোলা নৌকা।

   

যা এককথায় প্রচন্ড গৌরবের। তবে শুধু মোহনবাগান নয়। নিজেদের গ্রুপ গুলি থেকে যথাক্রমে শীর্ষস্থানে শেষ করে এই কাপ টুর্নামেন্টে খেলার সুযোগ করা নিয়েছে আরেক জনপ্রিয় দল বেঙ্গালুরু এফসি। সেইসাথে রয়েছে রিলায়েন্স ইয়ং চ্যাম্পস ও সুদেবা দিল্লি ফুটবল ক্লাব। অন্যদিকে ইপিএল থেকে এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে যথাক্রমে ওয়েস্টহ্যাম, এভার্টন ও উলভারহ্যাম্পটনের মতো জনপ্রিয় ক্লাব। তবে এখানেই শেষ নয়, আফ্রিকান অরিজিন থেকে এই টুর্নামেন্টে অষ্টম দল হিসেবে অংশ নিতে চলেছে স্টেলেনবশ এফসি।

যতদূর জানা গিয়েছে, আগামী ১৭ তারিখ থেকে শুরু হবে এই ঐতিহাসিক টুর্নামেন্ট। যেটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের রিলায়েন্স পার্কে। যার ফাইনাল ম্যাচ হবে চলতি মাসের একেবারে শেষের দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন