ফের আরও একবার আইএসএল চ্যাম্পিয়ান (ISL) হওয়ার হাতছানি, কিন্তু সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে হায়দ্রাবাদ এফসি’র কাছে ৩-১ গোলে হেরে পরিস্থিতি খানিকটা কঠিন করে ফেলেছে এটিকে মোহনবাগান।যদিও সুপার লিগে সুপারের তকমাটা কিছুতেই হাতছাড়া করতে চাইছেনা সবুজ মেরুন শিবির।
ম্যাচের ১৮ মিনিটে রয় কৃষ্ণার করা গোলে এগিয়ে গেলে পরবর্তী সময়ে নিজেদের ভুলে ম্যাচে হার’টা কিছুতেই মেনে নিতে পারছে না মোহনবাগান।নিজেদের ভুলে প্রথম লেগ হাতছাড়া হয়েছে তা কার্যত স্বীকার করেছেন মোহনবাগানের মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ।শেষের দুই গোল খাওয়া’টা উচিত হয়নি বলেই মত তার।
সেমিফাইনালের প্রথম লেগে চোট পেয়েছে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার তিরি।মাঝমাঠের প্রানভোমরা’র এহেন চোট পাওয়ায় ঋতিমতো চিন্তিত তিরি।এই স্প্যানিশ ফুটবলার যদি দ্বিতীয় লেগে না খেলে তাহলে রীতিমতো বিপাকে পড়তে হবে দলকে,এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন ম্যাকহিউ।যদিও ফেসবুকে তিরি পোস্ট করে জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি, সমর্থক’দের আশ্বাস জুগিয়েছেন পরবর্তী ম্যাচে খেলতে নামার ব্যাপারে।
এদিকে হায়দ্রাবাদের কাছে ম্যাচ হারার পর থেকে মেজাজ চড়া মোহনবাগানের কোচ ফেরান্দোর।রোববার দল নিয়ে প্রাক্টিসে নামার আগে তিরিক্ষি মেজাজে পাওয়া গেছে তাকে।এদিন হুগো বোমাসের তীব্র সমালোচনা করেছেন তিনি,এছাড়া ম্যাচ চলার মাঝে দল আচমকা ফোকাস হারানোয় অসন্তুষ্ট তিনি,সেমিফাইনালের দ্বিতীয় লেগে এইসব বরদাস্ত করবেন না বলেই সাফ জানান সবুজ মেরুন কোচ।