গোল করলেন কিয়ান নসিরি। জিতল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সুনীল ছেত্রী গোল করলেও জেতাতে পারেননি ভারতীয় একাদশকে।
বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ অনুশীলন ম্যাচ ছিল যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। মুখোমুখি এটিকে মোহন বাগান এবং ভারতীয় জাতীয় দলের একাদশ। ২-১ গোলে জিতেছে বাগান। গোল দুটি করেছেন যথাক্রমে লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি। ভারতের হয়ে গোলটি করেছেন সুনীল ছেত্রী।
The Mariners played out a friendly match against the Indian national team in preparation of their AFC Cup 2022 campaign earlier today.#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #MarinersInAsia pic.twitter.com/8qM13UVqJ0
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 11, 2022
এর আগেও একটি অনুশীলন ম্যাচ খেলেছিল এটিকে মোহন বাগান। বাংলার সন্তোষ ট্রফির দলের বিরুদ্ধে পরাজিত হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।
ভারতের বিরুদ্ধে ম্যাচের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছে এটিকে মোহন বাগান। সেখানে রয় কৃষ্ণা, হুগো বুমোস, লিস্টন কোলাসোর খেলার মুহূর্ত দেখা গিয়েছিল। জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচের সঙ্গে ছবি বাগান কোচ হুয়ান ফেরান্ডোর একটি ছবিও পোস্ট করা হয়েছে।