ATK Mohun Bagan : পিছিয়ে পড়েও ডার্বি জিতল সবুজ-মেরুন

ATK Mohun Bagan

ডার্বি বলে কথা। সে হোক না প্রস্তুতি ম্যাচ। মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) ও এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) ম্যাচ দেখতে উপচে পড়া ভিড় ছিল নৈহাটি স্টেডিয়ামে। টানা ৯০ মিনিট হল উত্তেজক ফুটবল। তারিয়ে তারিয়ে ম্যাচ উপভোগ করলেন ফুটবল প্রেমী মানুষ। 

খাতায় কলমে মহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায় কিছুটা হলেও এগিয়ে এটিকে মোহন বাগান। তবু সবাইকে অবাক করে ম্যাচে এগিয়ে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। প্রথমার্ধ্ব যখন শেষ হতে চলেছে, ঠিক তখনই গোল হয়েছে। ভুল করে ফেলেছিল বাগান রক্ষণ। পেনাল্টি পেয়ে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। ৪১ মিনিটে ভুল করেননি অভিষেক হালদার।

   

 

বিরতির পর মাঠে দেখা গেল অন্য এটিকে মোহন বাগানকে। শ্লথতার পরিবর্তে নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়েছিল দল। অনুশীলন ম্যাচ হলেও ডার্বির উত্তাপ টের পাচ্ছিলেন ফুটবলাররাও। প্রথম একাদশে মাঠে নামানো এগারোজন ফুটবলারকেই বদলে ফেলেছিলেন কোচ হুয়ান ফেরান্দো। মাঠে নামিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসো, জনি কাউকো, আশিক কুরুনিয়ান, হামতে, ফারদিন আলি মোল্লা, সুমিত রাঠিদের। মহামেডানও করেছিল একাধিক বদল। 

কার্ল ম্যাক হিউ, কাউকোরা মাঠে নামতেই ঘুরতে শুরু করে খেলা। আক্রমণে উঠে যেতে শুরু করেন কোলাসো। ৬৮ মিনিটে পেনাল্টি কিক থেকে দলকে সমতায় ফিরিয়েছেন ফিনল্যান্ডে কাউকো। ম্যাচের অতিরিক্ত সময়েও তাঁর গোল। ৯১ মিনিটে শুভাশিস বসুর ফ্রি কিক ট্র্যাপ করে প্রতিপক্ষের জালে বল জড়ান জনি কাউকো। মহামেডানের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে এটিকে মোহন বাগান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন