ATK Mohun Bagan : বাগানের স্বপ্ন ভাঙার জন্য তৈরি আই লিগের প্রাক্তন কোচ

কঠিন পরীক্ষার সামনে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। এএফসি কাপের (AFC Cup) ম্যাচে প্রতিপক্ষ বসুন্ধরা কিংস (Basundhara Kings)। যাদের কোচ ভারতীয় ফুটবলকে খুব ভালো করে চেনেন। বেশ কয়েক বছর কোচিং করিয়েছেন ভারতে।

Advertisements

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন। সম্প্রতি বাংলাদেশের এই ক্লাবের হয়ে গড়েছেন নজির। হেভিওয়েট এই ক্লাবে কোচিং করিয়েছেন একশোটি ম্যাচে। ১০০ ম্যাচে ব্রুজোন জয় পেয়েছেন ৭৭ ম্যাচে, ড্র করেছেন ১৫ ম্যাচ ও হেরেছেন ৮ টিতে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেতাব জয়ের দৌড়ে সবার আগে রয়েছে বসুন্ধরা কিংস।

আরও পড়ুন: AFC Cup : জেনে নিন বাগানের প্রতিপক্ষ বসুন্ধরার সম্প্রতি ফর্ম কেমন যাচ্ছে

Advertisements

সেল্টা যুব দলে কোচিং করানো অস্কার ভারতের এসেছিলেন ২০১২ সালে। এরপর স্পোর্টিং ক্লাব ডি গোয়া, মুম্বাই এফসির দায়িত্ব নিয়েছিলেন। মুম্বাই সিটিতে ছিলেন সহকারী কোচের পদে। মোটামুটি বছর চারেক যুক্ত ছিলেন ভারতীয় ফুটবলের সঙ্গে। আই লিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে রয়েছে সম্যক ধারণা।

বসুন্ধরা কিংসের সাম্প্রতিক ফর্ম যেমন বাগানের কাছে চিন্তার কারণ হতে পারে, তেমনই অস্কারের ফুটবল মগজও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হাইভোল্টেজ এই ম্যাচে দুই দলের দায়িত্বে দুই স্প্যানিশ কোচ। একদিকে অস্কার ব্রুজোন, অন্য দিকে হুয়ান ফেরান্ডো।