দলবদলের বাজারে এখন জোর গুঞ্জন। শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) টিম ম্যানেজমেন্ট নাকি মুম্বই সিটি এফসি দলের তিন ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অঘটন আকছার ঘটতে দেখা যায়।এবার কি তেমন কিছু করার চেষ্টায় আছে এটিকে মোহনবাগান,শোনা যাচ্ছে বিক্রম প্রতাপ সিংয়ের পাশাপাশি বিপিন সিং এবং ছাঙতে কেও দলে নিতে চাইছে সবুজ মেরুন শিবির।এই তিন ফুটবলারকে দলে নিতে মোটা অংকের টাকা খরচ করতেও পিছপা হবেনা এটিকে মোহনবাগান,এমনটাই শোনা যাচ্ছে।
এমন খবর এখন চারদিকে চাউর হয়েছে, কিন্তু একবার ব্যক্তিগত ভাবে যদি ভাবেন বিষয়টা, তাহলে এটার সত্যটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই।কেনোই বা মরশুমের মাঝপথে মুম্বাই সিটি এফসি মরশুমের মাঝপথে তিন ছন্দে থাকা ফুটবলার কে ছেড়ে দেবে।ধরুন বর্তমানে এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসো,আশিক কুরুনিয়ান এবং মনবীর সিংকে দলে নিতে চায় কোনও দল,কিন্তু সবুজ মেরুন দল কি ছাড়বেন এই তিন ফুটবলারকে। ইদানিং বিক্রম প্রতাপের নাম জড়িয়েছিলো এটিকে মোহনবাগানের সাথে, তার সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি, বাকি দুই ফুটবলারকে খেলানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে।তাই দলবদলের বাজারে এই খবর নেহাত গুজব ছাড়া আর কিছুই নয়।