করিম আনসারিফার্ড হয়তো আসবে না এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan)। তাই ইতিমধ্যে সময় নষ্ট না করে তার বিকল্প ফুটবলারের খোঁজ চালু করে দিয়েছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যে একাধিক নাম উঠে এসেছে এক্ষেত্রে। এ বার জল্পনায় এক স্প্যানিশ আক্রমণ ভাগের ফুটবলার।
বোরহা ব্যাস্টন৷ বছর ২৯ এর এই স্প্যানিশ স্ট্রাইকার খেলেন স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব রিয়াল ওভেইদো’তে। সংশ্লিষ্ট ক্লাবের পক্ষে এই মুহুর্তে দুর্দান্ত ছন্দে থাকা এই ফুটবলার তার বর্তমান ক্লাবের হয়ে ৪০ ম্যাচে ২২ টা গোল করে ফেলেছেন।
অ্যাটলেটিকো মাদ্রিদের ইউথ প্রোডাক্ট এই ফুটবলার এইবার, রিয়াল জারাগোজা,দিপোর্তিভো লা করুনা, মালাগার মতো স্প্যানিশ ক্লাবে খেলার পাশাপাশি খেলেছেন ইংল্যান্ডে সোয়ান্সি সিটি, অ্যাস্টন ভিলার মতো ক্লাবে।
এই হাই প্রোফাইল ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু তিরিশ কোটি টাকার অধিক।তাই সরাসরি তাকে ক্লাবে নেওয়া সম্ভব হবেনা এটিকে মোহনবাগানের পক্ষে।শুধুমাত্র লোনে তাকে নিয়ে আসা সম্ভব। এখন দেখা যাক এই চুক্তি বাস্তবায়িত হয় কিনা।