ATK Mohun Bagan: মদরিচের দেশের স্ট্রাইকার আনার পথে মোহনবাগান

atk mohun bagan supporter

এই মরশুমে আশাস্বরুপ ফলাফল করতে পারেনি, সমর্থকদের হতাশা সম্পর্কেও ওয়াকিবহাল, তাই এটিকে মোহনবাগান টিম (ATK Mohun Bagan) ম্যানেজমেন্ট ইতিমধ্যে পরের মরশুমে ভালো দল গঠন করার কাজে মনোনিবেশ করেছেন।

Advertisements

চলতি মরশুমে কোনও স্ট্রাইকার নিয়ে আসেনি এটিকে মোহনবাগান, তার বদলে অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোসের উপর ভরসা রেখেছেন সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।পেত্রাতোস গোল পেলেও তিনি কিন্তু রয় কৃষ্ণা, ওগবেচে, জর্জ পেরেরা ডিয়াজের মতো একজন প্রপার বক্স স্ট্রাইকার নন। এর ফলে বেশ কিছু ম‍্যাচে গোল করার অভাবে ভুগছে এটিকে মোহনবাগান সেটা কিন্তু বেশ টের পাওয়া যাচ্ছে।

   

বিনা স্ট্রাইকারে খেলার পরিকল্পনা কাজে লাগেনি চলতি মরশুমে, তাই আগামী মরশুমের জন্যে একজন প্রপার বক্সের স্ট্রাইকার নিয়ে আসবেন বলে মনোস্থির করেছেন তিনি। ইতিমধ্যে বেশ কিছু বিদেশি আক্রমণ ভাগের ফুটবলারের নাম টিম ম্যানেজমেন্টের কাছে জমা করেছে এটিকে মোহনবাগান কোচ।সময় নষ্ট না করে সেই সকল ফুটবলারদের এজেন্টদের সাথে কথাবার্তা চালাচ্ছেন সবুজ মেরুন টিম ম‍্যানেজমেন্ট।

শোনা যাচ্ছে এই বিদেশি স্ট্রাইকাদের তালিকায় একজন ক্রোয়েশিয়ার স্ট্রাইকারের নাম রয়েছে। তার বিষয় এখনও অবধি তেমন ভাবে বিস্তারিত কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে তিনি প্রথম সারির ফুটবলার, এবং ফুটবল মহলে বেশ নামডাক আছে। আগামী কয়েক দিনের মধ্যে তার নাম জানা যাবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements