চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রতিটি ম্যাচে গোল করলেও দলের গোল করার জন্যে একটা প্রপার স্ট্রাইকারের না থাকার যে অভাববোধ করছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan), সেই কথা বলাই বাহুল্য। আপামর সকল সমর্থক চান দলে একজন এমন ফুটবলার থাকুক যার পায়ে বল গেলে যেন মন হয় এই বুঝি গোল হলো।
কিন্তু বাস্তব হলো বর্তমানে এটিকে মোহনবাগান শিবিরে এমন কোনও ফুটবলার নেই যে যার পায়ে বল গেলে মনে হবে এই বুঝি কোনও গোল হলো। বর্তমানে এটিকে মোহনবাগানের অসি তারকা দিমিত্রি পেত্রাতোস গোল পাচ্ছেন ঠিকই, কিন্তু তাকে বল গুলো সাজিয়ে দেওয়া হচ্ছিলো বলা চলে।
বর্তমানে তিনজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে এটিকে মোহনবাগান শিবিরে। তাদের মধ্যে থেকে গ্যালেগোকে সোয়াপ ডিলে এফসি গোয়াতে দিয়ে যদি গোয়া দল থেকে ভাজকুয়েজকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু গোল করিয়ে লোকের অভাবটা মিটবে সবুজ মেরুন শিবিরে। কারণ ভাজকুয়েজ একজন প্রপার বক্সের স্ট্রাইকার। এটিকে মোহনবাগানের আক্রমণ ভাগে ওনার মতো একজন বিদেশি ফুটবলার যোগ দিলে ভীষণ শক্তিশালী হয়ে উঠবে এটিকে মোহনবাগান দল।
কিন্তু এখানে অনেকেই প্রশ্ন উঠতে পারে যে এখন তো হাতে গোনা কয়েকটি ম্যাচ আর বাকি আছে আইএসএলের।এসময় ফের আরেকজন নতুন ফুটবলার কে নেওয়ার কি প্রয়োজন আছে ? কিন্তু এখানে জানিয়ে রাখি যে ম্যাচ গুলো বাকি আছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ,এবং প্লে অফের ম্যাচ গুলো কিন্তু খুবই কঠিন হতে চলেছে দলের জন্যে।তাই দলের স্বার্থ এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যদি এমন কোনও পদক্ষেপ নিতো তাহলে সেটা খুবই ভালো হতো।