Mohun Bagan vs Mohammedan: আজকে মিনি ডার্বি, ভালো খেলতে মরিয়া কলকাতার দুই প্রধান

আজ মিনি ডার্বি। মুখোমুখি কলকাতার দুই প্রধান। বিকেল সাড়ে ৫ টায় বল গড়াবে নৈহাটির মাঠে। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan), মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan…

ATK Mohun Bagan vs Mohammedan SC practice match

আজ মিনি ডার্বি। মুখোমুখি কলকাতার দুই প্রধান। বিকেল সাড়ে ৫ টায় বল গড়াবে নৈহাটির মাঠে। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan), মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC), দুই দলই অনুশীলন শুরু করেছে কিছু দিন আগে। কোচ, ফুটবলারদের অনেকেই কলকাতায় এসে পৌঁছেছেন ইতিমধ্যে। নতুন, পুরাতনদের মিলিয়ে ভারসাম্য পূর্ণ স্কোয়াড তৈরি করেছে কলকাতার দুই প্রধান। 

Advertisements

আরও পড়ুন: Emami East Bengal: জল্পনা সত্যি করে একাধিক দল গড়ছে ইস্টবেঙ্গল

   

গত কয়েক বছরের নিরিখে দুই ক্লাবে কিছু ব্যাপারে মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই ভালো দল গড়ার প্রবণতা লক্ষ্য করা যায়। অল্প মেয়াদের চুক্তি না করে দীর্ঘ মেয়াদী চুক্তির প্রতি ঝোঁক বেশি। যার ফলে মূল দল ধরে রাখার কাজ তুলনামূলক সহজ হচ্ছে। দুই ক্লাবই চাইছে সেরা ক্লাবের তকমা পেতে।

আরও পড়ুন: CFL : দুরন্ত রেলের ধাক্কায় দিশেহারা এরিয়ান ক্লাব

গত মরসুমে উভয় তাঁবুতেই প্রবেশ করেনি সর্বোচ্চ লিগ খেতাব। শেষ ম্যাচে গিয়ে আই লিগ হাতছাড়া করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এটিকে মোহন বাগান অল্পের জন্য হাতছাড়া করেছিল ইন্ডিয়ান সুপার লিগের ট্রফি। সাদা কালো শিবিরের পাখির চোখ ইন্ডিয়ান সুপার লিগ। সবুজ মেরুনের এএফসি কাপ। তাই ভালো দল গঠনে কার্পণ্য লক্ষ্য করা যায়নি কোনো তরফেই। ভালো দল হয়েছে। মাঠে লড়াই কেমন হয় সেটাই এখন দেখার।

Advertisements