HomeSports NewsMohun Bagan vs East Bengal: উত্তেজনাকর ডার্বিতে প্রথম জয় খুঁজবে দুই দল

Mohun Bagan vs East Bengal: উত্তেজনাকর ডার্বিতে প্রথম জয় খুঁজবে দুই দল

- Advertisement -

ডার্বির আগে কোনো দলই জয় পেল না। এটিকে মোহন বাগান (Atk Mohun Bagan) ও ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)এখনও মরসুমের প্রথম জয়ের সন্ধানে। বড় ম্যাচের সন্ধ্যা থেকে ঘুরতে পারে চাকা।

বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের খেলা ছিল। গোল শূন্য ভাবে শেষ হয়েছে ম্যাচ। পরপর দুই ম্যাচে ড্র করেছে লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের গত ম্যাচেও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচ ছিল গোল শূন্য।

   

রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে পরাজিত হয়েছিল এটিকে মোহন বাগান। পরের ম্যাচ ছিল মুম্বই সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে। অমীমাংসিত থেকেছে ম্যাচ। হারলেও দুই ম্যাচে মোট তিন গোল করেছে বাগান। একাধিক গোল হাতছাড়া করার খেসারত দিয়েছে দল।

এটিকে মোহন বাগানের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে ইমামি ইস্টবেঙ্গল। বাগানের ফুটবলাররা গোল পাচ্ছে । ইস্টবেঙ্গল এখনও গোল পায়নি। এবং প্রতিপক্ষকে কোনো গোল করতেও দেয়নি। রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে এদিনের ম্যাচে দুই বিদেশি অ্যালেক্স লিমা ও কিরিয়াকুকে নামিয়েও জয় পায়নি ইস্টবেঙ্গল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular