ATKMB vs CFC : বাতিল হয়ে গেল এটিকে মোহন বাগানের ম্যাচ

ATK Mohun Bagan vs cfc practice match

সবুরে মেওয়া ফলল না। বৃষ্টি মাথায় করে মাঠে এসেও ভেস্তে গেল পরিকল্পনা। বাতিল এটিকে মোহন বাগানের ম্যাচ (ATKMB vs CFC)।

Advertisements

রবিবার সন্ধ্যা ৬ টা থেকে মোহনবাগান মাঠে ছিল প্রস্তুতি ম্যাচ। বিপক্ষে চেন্নাইয়ান ফুটবল ক্লাব। ডুরান্ড কাপে নামার আগে দুই দলের কাছেই ছিল নিজেদের পরখ করে নেওয়ার দারুণ সুযোগ। সবুজ মেরুন সমর্থকদের মধ্যেও ম্যাচকে কেন্দ্র করে ছিল উত্তেজনা। সমর্থকরা ভিড় জমিয়েছিলেন ক্লাবের বাইরে।

ম্যাচ নিয়ে যেমন উত্তেজনা ছিল, তেমনই মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল আরও একটি কারণে। রিমুভ এটিকে শ্লোগানে মুখরিত হয়েছিল গোষ্ঠ পাল সরণী। এদিনের ম্যাচে কেবল বাগান সমর্থকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু খেলা দেখতে অন্যান্যরাও হাজির হয়েছিলেন। ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। এরপরেই উঠতে শুরু করেছিল রিমুভ এটিকে শ্লোগান।

Advertisements

ক্লাবের বাইরের পরিস্থিতি যখন ক্রমে উত্তপ্ত হতে শুরু করেছে, তখনই জানা গেল ম্যাচ বাতিল। হচ্ছে না এটিকে মোহন বাগান বনাম চেন্নাইয়ান ফুটবল ক্লাবের প্রস্তুতি ম্যাচ। বৃষ্টির কারণে নাকি অনেক ফুটবলার মাঠে নামতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে।