চলতি বছরে আইএসএল জেতার পর এখন সুপার কাপকেই (Super Cup) পাখির চোখ করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেই কারনে লিগ জয়ের নেশা কাটিয়ে গত ২ এপ্রিল থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল সবুজ-মেরুন শিবির। প্রথমে সমস্ত খেলোয়াড়দের দলে না পাওয়া গেলেও ধীরে ধীরে অনুশীলনে যোগ দেন সকলেই। পাশাপাশি বাগান কোচ ভিসা সমস্যা মেটানোর জন্য দেশে ফিরে গেলেও চলে আসেন খুব তাড়াতাড়ি। তারপরেই শুরু হয় দলের অনুশীলন।
আসলে শুধু সুপার কাপ জেতা নয়। এবারের এফসি টুর্নামেন্টে অংশগ্রহণ করার ও ভাবনা রয়েছে বাগানের হেডস্যারের। আসলে এবার একটুর জন্য হাতছাড়া হয়ে গিয়েছে আইএসএলের লিগ- শিল্ড। যারফলে এফসি চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে তাদের। সেকারণেই সুপার কাপ জিতে এফসি কাপের ছাড়পত্র পেতে মরিয়া এটিকে মোহনবাগান ব্রিগেড। সেইমর্মে ই আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মনবীর-লিস্টনরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আই লিগের শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসি কে ৫-১ গোলে পরাজিত করেছিল এটিকে মোহনবাগান। অফ ফর্মের খরা কাটিয়ে ছন্দে ফিরেছেন লিস্টন। তার করা দুটি গোলেই ম্যাচের চালকের আসনে বসে এটিকে মোহনবাগান ব্রিগেড। তারপর ব্যবধান বাড়ায় বুমোস, মনবীর ও কিয়ানরা। আজ ও সেই ছন্দ বজায় রাখতে মরিয়া হুয়ান ফেরেন্দোর ছেলেরা। সেইমতো আজ রাত ৮:৩০ মিনিটে ইএমএস স্টেডিয়ামে জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন।
উল্লেখ্য, এটিকে মোহনবাগানের মতো যথেষ্ট ভালো ভাবেই টুর্নামেন্ট শুরু করেছে বুথরয়েডের জামশেদপুর। প্রথম ম্যাচে এফসি গোয়ার মতো দলকে ৫ গোলে হারিয়েছে এবারের আইএসএলে তলানিতে থাকা এই দল। তাই আজকের ম্যাচ যে যথেষ্ট রোমাঞ্চকর হতে চলেছে তা বলাই চলে।