প্রকাশিত হয়েছে কলকাতা ফুটবল লিগ (CFL) সুপার সিক্সের সম্ভাব্য ক্রীড়া সূচি। ছয়টি দলের মধ্যে রয়েছে – ইস্টবেঙ্গল, এটিকে মোহন বাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব, ভবানীপুর, খিদিরপুর ও এরিয়ান। এই দলগুলোর মধ্যে এটিকে মোহন বাগানের খেলা এখনও নিশ্চিত নয়।
এটিকে মোহন বাগানের কলকাতা ফুটবল লিগ খেলা নিয়ে জল্পনা চলছে দীর্ঘ দিন ধরে। প্রথম বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থার কাছ থেকে বকেয়া সমস্যা একটা কারণ ছিল। ক্লাব ও সংস্থার মধ্যে এ ব্যাপারে আলোচনা হয়েছে। বকেয়া অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। প্রথম কিস্তিতে কিছুটা টাকা ইতিমধ্যে মোহনবাগানকে দেওয়া হয়েছে বলে কিছু আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত। এরপরেও কাটেনি জট।
মূলত এএফসি কাপকে মাথায় রেখে এটিকে মোহন বাগান এবারের দল গড়েছিল। প্রতিযোগিতায় ইতিমধ্যে স্বপ্ন ভঙ্গ হয়েছে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। তার আগে ক্লাব কলকাতা ফুটবল লিগে দল নামাবে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।
এছাড়াও এটিকে মোহন বাগানের সঙ্গে এফএসডিএলের কী চুক্তি রয়েছে সেটাও এখন স্পষ্ট নয়। সব মিলিয়ে কলকাতা ফুটবল লিগে সবুজ মেরুন ব্রিগেডের খেলা নিয়ে অনিশ্চয়তা প্রবল। তবুও এটিকে মোহন বাগান দল নামাতে পারে, এমনটা ধরে নিয়ে সম্ভাব্য সূচি প্রকাশিত হয়েছে।