ATK Mohun Bagan: এখনও একজন স্ট্রাইকার নেওয়ার চেষ্টায় সবুজ-মেরুন শিবির

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) দল গঠন প্রক্রিয়া প্রায় শেষ। প্রায় শেষ বলা হচ্ছে কারণ ট্রান্সফার মার্কেটে বাগান এখনও সক্রিয় রয়েছে বলে শোনা যাচ্ছে।…

ATK Mohun Bagan

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) দল গঠন প্রক্রিয়া প্রায় শেষ। প্রায় শেষ বলা হচ্ছে কারণ ট্রান্সফার মার্কেটে বাগান এখনও সক্রিয় রয়েছে বলে শোনা যাচ্ছে। একজন স্ট্রাইকারের খোঁজে রয়েছে ক্লাব।

আরও পড়ুন: ATK Mohun Bagan: অনুশীলনে গোলের পর উল্লাসে মাতলেন পোগবা

অস্ট্রেলিয়ান কোটার বিদেশি সহ ছয়জন বিদেশি ফুটবলারকে অনেক আগেই এটিকে মোহন বাগান নিশ্চিত করেছে। প্রত্যেকে রক্ষণ ও মাঝমাঠের খেলোয়াড়। বিদেশি স্ট্রাইকার বা ফরোয়ার্ড স্কোয়াডে নেই।

আরও পড়ুন: ATK Mohun Bagan : দুরন্ত এই ফরোয়ার্ডকে দলে চাইছেন বাগান কোচ

প্রাপ্ত খবর অনুযায়ী, এটিকে মোহন বাগান একজন ভারতীয় স্ট্রাইকারকে দলে নেওয়ার জন্য এখনও চেষ্টা চালাচ্ছে। ঈশান পান্ডিতিয়াকে দলে নেওয়ার জন্য মরিয়া সবুজ মেরুন শিবির। বেশ কয়েক দিন ধরে চেষ্টায় রয়েছে দল। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে বাকি আর সপ্তাহ দুয়েক। তার আগে এখনও হাল ছাড়তে নারাজ পাল তোলার নৌকোর কর্তারা।

Advertisements

আরও পড়ুন: Independence Day: নেহরুকে শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসের সমালোচনায় মোদীর ইস্যু সেই পরিবারতন্ত্র

জুলাইয়ের খবর, বর্তমানে ‘সুপার সাব’ হিসেবে নিজের একটা পরিচয় তৈরী করেছেন ঈশান। জানা গিয়েছিল, বছর ২৪ এর এই স্ট্রাইকার রীতিমতো পড়াশোনা করেছেন কলকাতার ফুটবল নিয়ে। এবং তার পর থেকেই ভারতের অন্যইতম এই ফুটবল পীঠস্থানের কোনও ক্লাবে খেলতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।