ATK Mohun Bagan : এখনও চমক বাকি, নামকরা এই ফুটবলার আসতে পারেন বাগানে

ATK Mohun Bagan

মার্চের শুরু কিংবা হয়তো তারও আগে থেকে জল্পনা শুরু হয়েছিল। শুক্রবারের পর দলবদল সংক্রান্ত আলোচনা আরও জোর পেয়েছে। খবর, বার্থোলোমিউ ওগবেচের (Bartholomew Ogbeche) এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) আসার সম্ভাবনা এখনও রয়েছে।

আগামী মরশুমে সবুজ মরুন জার্সিতে হয়তো থাকবেন না রয় কৃষ্ণা। এবারের ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার আগে থেকেই শুরু হয়েছিল এই গুঞ্জন। একই সঙ্গে প্রশ্ন উঠেছিল, কৃষ্ণার পরিবর্তে কে আসবেন বাগানে। পাকা পোক্ত কোনো উত্তর এখনই বলা সম্ভব নয়। তবে কথা রয়েছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই।

   

আক্রমণ ভাগ মজবুত করতে আগামী মরশুমে দলে নেওয়া হতে পারে নাইজেরিয়ার বার্থোলোমিউ ওগবেচেকে। যদিও এই খবর আপাতত জল্পনার স্তরে রয়েছে। কারও কারও দাবি, দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। দলবদলের সম্ভাবনা এখনও রয়েছে।

নাইজেরিয়ান তারকার বয়স বাড়লেও তাঁর পারফরম্যান্স দেখে তা বোঝার উপায় নেই। গত ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্টে সবথেকে বেশি গোল করেছেন। ২০১৮ থেকে আইএসএল খেলছেন ওগবেচে। প্রতি বছর দল বদল করেছেন। ইতিমধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড, মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, সর্বোপরি হায়দরাবাদ এফসিতে খেলেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন