ATK Mohun Bagan: আগামী মরশুমে কে হচ্ছেন বাগানের কোচ? করা হল ঘোষণা

সাফল্য আসেনি। শিল্ড, লিগ সেরার খেতাব দুটোই হাতছাড়া হয়েছে এবার। তবুও হুয়ান ফেরান্দোর (Juan Fernando) ওপর আস্থা রাখল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) টিম ম্যানেজমন্টে। 

বৃহস্পতিবার বিকেলে পাকাপাকি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এটিকে মোহন বাগানের সিদ্ধান্ত। সামাজিক মাধ্যমে দেওয়া হয়েছে পোস্ট। সামনের মরশুমে সবুজ মেরুন ব্রিগেডের হেডস্যার থাকছেন হুয়ান।

   
ATK Mohun Bagan
পুরনো কোচেই আস্থা রাখল বাগান টিম ম্যানেজমেন্ট।

<

p style=”text-align: justify;”>অ্যান্টোনিও লোপেজ হাবাস দল ছাড়ার পর এটিকে মোহন বাগানের দায়িত্বে এসেছিলেন হুয়ান। তাঁর কোচিংয়ে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল বাগান। তথ্য অনুযায়ী ২০ ডিসেম্বর ২০২১ সালে এটিকে মোহন বাগানের কোচ হিসেবে এসেছিলেন তিনি। ষোলটি ম্যাচ খেলিয়েছেন হুয়ান। জয় এসেছে নয়টি ম্যাচে। ড্র পাঁচটি। দুটি ম্যাচে পরাজয়। যার মধ্যে জামশেদপুরে বিরুদ্ধে ম্যাচে হাতছাড়া হয়েছিল শিল্ড। হায়দরাবাদের বিরুদ্ধে সেমিফাইনালের সেকেন্ড লেগেও জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল বাগানকে। কারণ প্রথম লেগে বড় ব্যবধান হেরেছিল তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন