কম বয়সী প্রতিভাবান ফুটবলার। লম্বা চুক্তি করতে দেরি করেনি এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। হায়দরাবাদ এফসি +Hyderabad FC) থেকে পাঁচ বছরের চুক্তিতে সবুজ মেরুন শিবিরে আসছেন ভারতের এক তরুণ প্রতিভা।
বুধবার রাতের দিকে সাড়া পড়ে গিয়েছিল ফুটবল মহলে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আলোড়িত ফুটবল প্রেমীরা। পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহন বাগানের আসছেন আশীষ রাই। বিরাট অংকের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে কলকাতায় নিয়ে আসছে এটিকে মোহন বাগান।
ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান তারকা এই আশীষ রাই। মাত্র তেইশ বছর বয়সে জাতীয় স্তরের ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন। ২০১৯-২০২২ মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে খেলেছেন প্রায় ৫০ টি ম্যাচ। ব্যাক কিংবা উইং বরাবর খেলতে পছন্দ করেন।
জানা গিয়েছে সিকিমের এই ফুটবলারকে নেওয়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের অন্য ক্লাবও আগ্রহী ছিল। কিন্তু বাগান ম্যানেজমেন্ট তাঁকে সই করানোর ব্যাপারে ছিল বদ্ধপরিকর। তাই বড় অংকের ট্রান্সফার ফি দিয়ে দলে আনতে দ্বিধা করেননি কর্তারা।