
গত আইএসএল মরশুমে অন্যান্য দল গুলিকে টেক্কা দিয়ে অন্যতম শক্তিশালী দল বানিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দেশীয় ব্রিগেড থেকে শুরু করে বিদেশি। ধারে ও ভারে সবক্ষেত্রেই অন্যান্য দল গুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সবুজ-মেরুন। যা সহজেই ভারতসেরা করেছে তাদের।
এই পরিস্থিতিতে বাগান একাদশে নিজের সুযোগ করে নেওয়া যথেষ্ট কঠিন দেশী কিংবা বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে। তা আন্দাজ করেই গতকাল নিজের স্যোশাল সাইট থেকে দল ছাড়ার কথা জানিয়ে দেন বিদেশি ডিফেন্ডার তিরি। গত তিনটে মরশুম মোহনবাগান জার্সি পড়ে দলের রক্ষনভাগ সামলালে ও এবার দল ছাড়ার ভাবনা এই তারকার।
তবে সেখানেই শেষ নয়। এবার এই আইএসএল জয়ী তারকাদের মধ্যে থেকে ও খেলোয়াড় ছাটাই করার পরিকল্পনা নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। জানা গিয়েছে, দলের দুই তারকা ফুটবলার যথা ব্রেন্ডন হ্যামিল ও স্লাভকো ডামজানোভিচের মধ্যে একজন কে ছাড়তে চাইছে সবুজ-মেরুন শিবির। এক্ষেত্রে অনেকটাই পাল্লা ভারী ডামজানোভিচের। বেশ কয়েকদিন আগেই নিজের স্যোশাল সাইট থেকে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি ক্লাবের তরফ থেকে। তবে এসবের মাঝে কি ভাবছেন বাগানের আরেক সৈনিক জনি কাউকো?
উল্লেখ্য, আগের আইএসএল মরশুম চলাকালীন পায়ে চোট পেয়েছিলেন ফিনল্যান্ডের এই তারকা ফুটবলার। যারফলে, চিকিৎসা করতে তড়িঘড়ি করে দেশে ফিরে যেতে হয় এই তারকা ফুটবলার কে। পরবর্তীতে রিহ্যাব করেন সেখানেই। তবে দলের আইএসএল ফাইনাল দেখাতে ম্যানেজমেন্টের তরফ থেকে ভারতে উড়িয়ে আনা হয় কাউকো কে। সতীর্থদের সাথে সেলিব্রেশনের পর দলের সাথে অনুশীলনে যোগদান করেন এই তারকা ফুটবলার। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থ নন তিনি। যতদূর জানা গিয়েছে, নভেম্বরের আগে হয়ত সম্পূর্ণ সুস্থ হতে পারবেন না তিনি। সবমিলিয়ে মাঠে নামতে নামতে সেই ডিসেম্বর। তাহলে কি এবার দল ছাড়বেন কাউকো?
যদিও এখনো পর্যন্ত তেমন কোনো পরিকল্পনা নেই ফিনল্যান্ডের এই তারকার। মনে করা হচ্ছে, আগামী ফুটবল মরশুমে মোহনবাগান সুপারজায়ান্টস দলের সপ্তম বিদেশি হিসেবে থেকে যেতে পারেন কাউকো। পরবর্তীতে তিনি পুরো ফিট হয়ে উঠলে কোনো এক বিদেশি তারকা কে সরিয়ে দলে আনা হতে পারে এই ভরসাযোগ্য তারকা কে।










