ATK Mohun Bagan : ২২ বছরের এই ফুটবলারের জন্য ২২ লাখ টাকা দিতেও রাজি বাগান

সন্তোষ ট্রফি জয়ী কেরালা দল থেকে একাধিক ফুটবলার যোগ দিতে পারেন ইন্ডিয়ান সুপার লিগের কোনও না কোনও দলে। সম্প্রতি এমন সম্ভাবনা দেখা গিয়েছে। জোর চর্চা…

short-samachar

সন্তোষ ট্রফি জয়ী কেরালা দল থেকে একাধিক ফুটবলার যোগ দিতে পারেন ইন্ডিয়ান সুপার লিগের কোনও না কোনও দলে। সম্প্রতি এমন সম্ভাবনা দেখা গিয়েছে। জোর চর্চা টিকে জেসিন এবং এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan) নিয়ে।

   

টুর্নামেন্টের সেমি ফাইনালে এক ম্যাচে পাঁচ গোল করে সাড়া ফেলে দিয়েছেন কেরালার টিকে জেসিন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কোচ বিনো জর্জ জানিয়েছেন যে দক্ষিণ ভারতীয় এই স্ট্রাইকারের জন্য ২২ লক্ষ টাকা দিতেও রাজি কলকাতার এই হেভিওয়েট ক্লাব। জেসিনের বয়স এখন ২২ বছর। জর্জ বলেছেন, ‘আমি যখন ওকে প্রথম দেখেছিলাম তখন সাত হাজার টাকা উপার্জন করতো। এখন ওকে নেওয়ার জন্য এটিকে মোহন বাগান ২২ লাখ টাকা দিতেও তৈরি।’

জেসির সঙ্গে কেরালা ইউনাইটেডের চুক্তি রয়েছে। তাই ট্রান্সফার মূল্যের বিনিময়ে তাঁকে সই করাতে হবে।

অটোচালকের ছেলে টিকে জেসিন নিজেও বিশ্বাস করতে পারছেন না এই উত্থান। তিনি বলেছেন, ‘এক সময় মনে হয়েছিল আর বোধহয় ফুটবল খেলা হবে না। ক্লাস টেনের পর পড়াশুনায় মন দিতে হয়েছিল। এক প্রাইভেট স্কুলে পড়তাম। দু’টো বছর লেখাপড়া নিয়ে ছিলাম। কলেজে উঠে আবার ফুটবল খেলা শুরু করি। তখন বিনো স্যার আমাকে কেরালা ইউনাইটেডে খেলার জন্য জিজ্ঞাসা করেছিলেন।’