ATK Mohun Bagan : ‘অনিশ্চিত’ রয় কৃষ্ণার ছবি দিয়ে পোস্ট বাগানের

সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। এবার পালা এএফসি কাপের। অনুশীলন শুরু করে দিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট…

ATK Mohun Bagan : 'অনিশ্চিত' রয় কৃষ্ণার ছবি দিয়ে পোস্ট বাগানের

সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। এবার পালা এএফসি কাপের। অনুশীলন শুরু করে দিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে বাগানের অফিসিয়াল প্রোফাইল থেকে। সেখানে রয় কৃষ্ণার (Roy Krishna) ছবি ব্যবহার করা হয়েছে। যদিও কাপের (AFC Cup) লড়াইয়ে আপাতত নিশ্চিত নন ফিজিয়ান তারকা।

Advertisements

এদিন সকালে এটিকে মোহন বাগানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, “Our continental adventure begins with an AFC Cup Preliminary Round 2 match on the 12th of April. We’re waiting to welcome you back in the stands Mariners!”

   

বাগানের প্রথম ম্যাচ ১২ এপ্রিল। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে খেলা। ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো।

Advertisements

নিয়ম অনুযায়ী এএফসি কাপের ম্যাচে চার বিদেশিকে খেলানো যাবে। যার মধ্যে একজনকে হতে হবে এশিয়ান কোটার। সেক্ষেত্রে ডেভিড উইলিয়ামস অটোমেটিক চয়েস। অনুশীলনে নেমে পড়েছেন তিরি, হুগো বুমোস। বাকি রয়েছেন রয় কৃষ্ণা, জনি কাউকু, কার্ল ম্যাকহিউ। বিদেশি চয়ন চূড়ান্ত না হওয়া অব্দি অনিশ্চিত রয় কৃষ্ণা।