ATK Mohun Bagan: অনুশীলনে গোলের পর উল্লাসে মাতলেন পোগবা

হোক না প্রদর্শনী ম‍্যাচ! তবুও মিনি ডার্বি জিতে বর্তমানে দারুণ চনমনে মেজাজে আছে গোটা এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবির। নৈহাটি স্টেডিয়ামে সেই ম‍্যাচে শুরু’তে…

Florentin Pogba

হোক না প্রদর্শনী ম‍্যাচ! তবুও মিনি ডার্বি জিতে বর্তমানে দারুণ চনমনে মেজাজে আছে গোটা এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবির। নৈহাটি স্টেডিয়ামে সেই ম‍্যাচে শুরু’তে এক গোলে পিছিয়ে পড়লেও পরবর্তী সময়ে দুর্দান্ত প্রত‍্যাবর্তন করেছিল সবুজ মেরুন শিবির। পরবর্তী সময়ে দ্বিতীয়ার্ধে কাউকোর করা জোড়া গোলে ম‍্যাচে জয় নিশ্চিত করে তারা।

Advertisements

এবার চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে খেলতে নামছে সবুজ মেরুন শিবির।এই ম‍্যাচে ভালো ফলাফলের আশায় মোহনবাগানের মাঠে জোরকদমে অনুশীলন চালাচ্ছে ফেরান্দোর ছেলেরা।দুটো উইং’কে আরও ক্ষুরধার করে তুলতে জোর প্রাক্টিস চালানো হয়েছে এদিনের প্রস্তুতি৷ তার থেকেই গোল করার চেষ্টা চালালো দলের ফুটবলার’রা।এদিন অনুশীলনে গোল করে দারুণ উচ্ছাসে মাতলেন ফ্লোরেন্তিনো পোগবা। এদিনে অনুশীলনে ব‍্যবহার করা হয়েছিল জিপিএস ট্রাকারের ব‍্যবহার। শারীরিক অসুস্থতা বোধ করায় এদিন অনুশীলনে উপস্থিত থাকেননি অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ব্রেন্ডন হ‍্যামিল।