Fifa ban India : ফিফার ব্যানে ভেস্তে যেতে পারে এটিকে মোহন বাগানের পরিকল্পনা

atk mohun bagan ,footballer,practice, football

ভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা (Fifa ban India)। ব্যান না ওঠা পর্যন্ত আন্তর্জাতিক স্তরে কোনো ম্যাচ খেলতে পারবে না ভারত কিংবা ভারতীয় কোনও ক্লাব। যার ফলে ধাক্কা খেল দেশের একাধিক ক্লাবের পরিকল্পনা।

ব্যান না উঠলে ব্যাপকভাবে ধাক্কা খেতে পারে এটিকে মোহন বাগানের পরিকল্পনা। কারণ এই পরিস্থিতিতে এএফসি প্রতিযোগিতায় দল নামাতে পারবে না ক্লাব। এএফসি টুর্নামেন্টকে পাখির চোখ করেই স্কোয়াড সাজিয়েছে বাগান। গত মরসুম শেষ হওয়ার আগে থেকেই আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভালো ফল করার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছিল এটিকে মোহন বাগান। 

   

কোচ হুয়ান ফেরান্ডোকে সামনে রেখে ভবিষ্যত পরিকল্পনা করেছে এটিকে মোহন বাগান। রক্ষণভাগের দুর্বলতা ঢাকতে নামী ফুটবলারদের সই করানো হয়েছে। দলে এসেছেন ফরাসি তারকা পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা। এছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ার তারকা ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল। ভারতীয় ফুটবলের এই কালো দিনের সাক্ষী থাকলেন তাঁরাও। 

এবারেও দল গঠনে মাঝ মাঠ ও রক্ষণে জোর দিয়েছে বাগান। আক্রমণভাগ মূলত ভারতীয় নির্ভর। বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার দলে নেওয়া হয়েছে। উইং বরাবর আক্রমণ কিংবা ফলস নাইনের সম্ভাবনার কথা অনেকে মনে করছেন। কিন্তু ব্যান না উঠলে পরিকল্পনা ধাক্কা খাবে অনেকটাই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন