Sunday, December 7, 2025
HomeSports NewsATK Mohun Bagan : দলবদলের বাজারে বাগান প্রসঙ্গে মিলল বড় আপডেট

ATK Mohun Bagan : দলবদলের বাজারে বাগান প্রসঙ্গে মিলল বড় আপডেট

- Advertisement -

নিঃশব্দে কাজ চালিয়ে যাচ্ছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। দলবদলের বাজারে সেই অর্থে প্রচারের আলোকে নেই সবুজ মেরুন শিবির। তবে হাত-পা গুটিয়ে বসে নেই ক্লাব। আগামী মরশুমের কথা মাথায় রেখে কাজ চালিয়ে যাচ্ছেন কর্তারা।

সূত্রের খবর, একজন মাঝমাঠের ফুটবলার খুঁজছে এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান সুপার লিগে ভালো খেলা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দলে নিতে চাইছে না। দেশের পশ্চিমের কোনো দল থেকে ফুটবলার রিক্রুট করা হতে পারে বলে অনুমান। যদিও বাগানের টার্গেটে কোন ফুটবল রয়েছেন সে ব্যাপারে বিশদে কিছু জানা যায়নি এখনও।

   

কিছু দিন আগে কোচের নাম চূড়ান্ত করেছিল এটিকে মোহন বাগান। সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছিল ক্লাবের চূড়ান্ত সিদ্ধান্ত। পালতোলা নৌকায় এখনও জারি রয়েছে হুয়ান ফেরান্দ জমানা।

উৎসাহী বাগান ভক্তদের প্রশ্ন ছিল দল গোছানোর কাজে তাদের প্রিয় দল কী করছে। তখনই জানা গিয়েছিল যে এক প্রকার নিঃশব্দে দল গুছিয়ে নেওয়ার কাজ করে চলেছে বাগান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular