ISL -এর টুর্নামেন্টে থাকবে না এটিকে মোহনবাগান! উঠছে একাধিক প্রশ্ন

ISL ATK Mohun Bagan

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) রিজার্ভ টুর্নামেন্ট নিয়ে শুরু হয়ে গেল আলোচনা। জানা গিয়েছে এই প্রতিযোগিতায় না-ও থাকতে পারে ইস্টবেঙ্গল East Bengal) , এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মতো দল। বিষয়টি আলোচনায় প্রবেশ করা মাত্র উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। 

জানা যাচ্ছে যে এপ্রিলে আয়োজিত হতে চলেছে আইএসএল রিজার্ভ লিগ। প্রতিযোগিতায় হয়তো দল নামাবে না এটিকে মোহন বাগান। সুপার লিগের অন্যতম হেভিওয়েট দল সবুজ মেরুন শিবিরের। রিজার্ভ টুর্নামেন্টে তাদের দল না থাকার সম্ভাবনা জন্ম দিয়েছে বহু প্রশ্নের। বিপুল অর্থের বিনিময়ে দল গঠন করা হলেও কেন নেই রিজার্ভ কোনও টিম? প্রশ্ন নেটদুনিয়ার একাংশের। 

   

এর জন্য টিম ম্যানেজমেন্টকে দায়ী করছেন কেউ কেউ। কর্তাদের গরীমসি রয়েছে এমন অভিযোগ তোলা হচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগ ছাড়া ভারতের অন্যান্য প্রতিযোগিতায় দল নামাতে কর্তারা বেশি আগ্রহ দেখায়নি অতীতে। বিষয়টি চোখ এড়ায়নি সমর্থকদের। কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপেও খেলতে অতীতে তেমন উৎসাহী প্রকাশ করেনি এটিকে মোহন বাগান। এবার অনিচ্ছার সেই তালিকায় ইন্ডিয়ান সুপার লিগের রিজার্ভ টুর্নামেন্ট যুক্ত হওয়ার সম্ভাবনা ক্ষুব্ধ করেছে ফুটবল প্রেমীদের একাংশকে। 

বাগান ছাড়াও এই প্রতিযোগিতায় লাল হলুদ ব্রিগেডকেও দেখার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। যদিও ইস্টবেঙ্গল প্রসঙ্গে ফুটবল প্রেমীরা খুব একটা বিচলিত নন। কারণ বিগত কয়েক বছর ক্লাবের সমস্যা কারও অজানা নয়। প্রথম একাদশ গড়তেই হিমশিম খেয়েছেন কর্তারা। সেখানে রিজার্ভ দল থাকবে এমনটা আশা করছেন না অনেকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন