ATK Mohun Bagan : এএফসি কাপের প্রথম ম্যাচে অনিশ্চিত এই বাগান তারকা

ATK Mohun Bagan

এএফসি কাপের প্রথম ম্যাচে হয়তো পূর্ণ শক্তির দল পাচ্ছে না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্ডো। চোটের কারণে অনিশ্চিত দলের তারকা ডিফেন্ডার। গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে বাগান রক্ষণ।

Advertisements

সন্দেশ ঝিঙ্গানের চোট এখনও সারেনি। দলের সঙ্গে অনুশীলন করলেও তাঁকে ছাড়াই দল নামাতে পারে এটিকে মোহন বাগান। চোট সমস্যা ধারাবাহিকভাবে ভোগাচ্ছে সন্দেশকে।

আরও পড়ুন: AFC Cup : গোকুলামের বিরুদ্ধে বাগানের ম্যাচ আদপে বাংলার সম্মানের লড়াই

Advertisements

চোটের জন্য আগেও একাধিক ম্যাচে সন্দেশ ঝিঙ্গানকে অনুপস্থিত থাকতে হয়েছে। যদিও তাতে খুব একটা সমস্যা হয়নি দলের। তাঁকে ছাড়াই ভালো খেলেছে বাগান। জিতেছে হাইভোল্টেজ ম্যাচে। সন্দেশ না থাকলে রক্ষণের দায়িত্ব সামলাতে পারেন তিরি, প্রীতম কোটাল, প্রবীর দাস, শুভাশীষ বসু।

আগামী মরশুমে সন্দেশ এটিকে মোহন বাগানে আদৌ থাকবেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। একাংশের অনুমান, ফের বিদেশি ক্লাবের দিকে ঝুঁকতে পারেন ভারতের তারকা ডিফেন্ডার। এই মুহূর্ত সন্দেশের ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। আগামীকালের ম্যাচে গোকুলামের শক্তিশালী আক্রমণভাগের বিরুদ্ধে বাগান রক্ষণ অটুট থাকলে দলের আত্মবিশ্বাস বাড়বে।