একাধিক বিদেশি ফুটবলার ছাড়ছেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। তাঁদের বদলি হিসেবে অন্য খেলোয়াড় সই করাতে হবে বাগান টিম ম্যানেজমেন্ট। কিন্তু কাদের সই করাতে চলেছে ক্লাব! দল বদলের বাজারে প্রায় নিশ্চুপ এটিকে মোহন বাগান। তাই ফুটবল প্রেমীদের মনে জমে রয়েছে একাধিক প্রশ্ন।
এখনও পর্যন্ত যা খবর তাতে ইতিমধ্যে বিদেশি বাছাই করে রেখেছে সবুজ মেরুন শিবির। কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। সূত্রের খবর অনুযায়ী বিদেশি ফুটবলারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে চুক্তি পত্রের খসড়া।
এখনও পর্যন্ত ক্লাবের যা গতিবিধি তাতে ট্রান্সফার উইন্ডো খোলার অপেক্ষায় রয়েছে এটিকে মোহন বাগান। ট্রান্সফার উইন্ডো খোলার পরেই হয়তো দেওয়া হবে চমক। নতুন তিনজন বিদেশি ফুটবলার ক্লাবে যোগ দিতে পারেন।
ইতিমধ্যে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসকে বিদায় জানিয়েছে ক্লাব। আগামী মরশুম তিরিকেও হয়তো সবুজ মেরু