ATK Mohun Bagan : ইস্টবেঙ্গলে খেলা এক বিদেশীর দিকে নজর বাগানের!

জল্পনা সত্যি হলে অপেক্ষা করে রয়েছে চমক। গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া এক বিদেশি ফুটবলারকে নাকি এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan)…

ATK Mohun Bagan, East Bengal, ISL, I League

জল্পনা সত্যি হলে অপেক্ষা করে রয়েছে চমক। গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া এক বিদেশি ফুটবলারকে নাকি এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) পছন্দ। এমনকি তাঁর সঙ্গে কথাও হয়েছে বলে কানাঘুষো।

গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের অন্যতম নির্ভরযোগ্য বিদেশি ছিলেন অ্যান্তনিও পেরোসভিচ। ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার তিনি। নিজের দিনে ফরোয়ার্ড পজিশনে প্রতিপক্ষকে নাজেহাল করেন। যদিও লাল হলুদ জার্সিতে প্রত্যাশা মতো পারফরম্যান্স মেলে ধরতে পারেননি তিনি।

   

২০২১ মরশুমে এসেছিলেন ইস্টবেঙ্গলে। প্রায় চোদ্দোটি ম্যাচ খেলে করেছিলেন মাত্র চারটি গোল। মরশুমের শেষের দিকে তাঁর ফর্ম তুলনামূলক ধারাল ছিল।

ফর্ম না থাকলেও তিনি যে জাত ফুটবলার সেটা বুঝতে অনেকেরই সমস্যা হয়নি। ময়দানে প্রচলিত কথা, সব দলে সব ফুটবলার ক্লিক করেন না। যেমন ড্যানিয়েল চিমা জামশেদপুর এফসির হয়ে নিজের ফর্ম খুঁজে পেয়েছিলেন। শোনা যাচ্ছে, অ্যান্তনিও পেরোসভিচের প্রতি এটিকে মোহন বাগান সহ একাধিক ক্লাবের আগ্রহ রয়েছে। আই লিগ থেকেও নাকি রয়েছে প্রস্তাব।