মোহনবাগানে (ATK Mohun Bagan) খুশির হওয়ার। তৃপ্তিরও বটে। আসন্ন মরশুমের জন্য সম্ভাব্য এক ফুটবলারের খেলা নজর কেড়েছে শনিবার রাতে।
শনিবার কলকাতা সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের ম্যাচ ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। সেখানে জয় পেয়েছে ভারত। শেষ মুহূর্তে জয় সূচক গোলটি করেছেন আব্দুল সামাদ। আশিক কুরুনিয়নের সঙ্গে পাস খেলে এসেছে গোল। এই আশিক আগামী মরশুমে এটিকে মোহন বাগানে খেলতে পারেন।
আশিকের দল বদল এবারের ট্রান্সফার মার্কেটের অন্যতম বড় খবর হতে পারে। প্রবীর দাসের বিনিময়ে তাঁকে দলে আনছেন বাগান কর্তারা। অর্থাৎ সোয়াপ ডিলের মাধ্যমে বেঙ্গালুরু ফুটবল ক্লাব থেকে তিনি আসতে পারেন কলকাতায়। খবর এমনটাই।
ভারতীয় ফুটবলে ধুমকেতুর মতো উত্থান হয়েছিল আশিক কুরুনিয়ানের। যুব কেরিয়ার শুরু হয়েছিল পুনে সিটির হয়ে। খাতায় কলমে ২০১৭ সালে পুনে সিটির সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেছিলেন। তারও আগে স্পেনের ভিলেরিয়েল সি দলে গিয়েছিলেন লোনে। সেখানে অবশ্য কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি।
ভারতে অল্প দিনেই নিজের জাত চিনিয়েছিলেন কেরালার এই ফুটবলার। ২০১৯ সালে বেঙ্গালুরু এফসিতে সই। তিরিশের বেশি ম্যাচ খেলেছেন। করেছেন একাধিক গোল। উইঙ্গ বরাবর খেলতে বেশি পছন্দ করেন।