HomeSports NewsATK Mohun Bagan: সেমিফাইনাল নিশ্চিত করেও স্বস্তি নেই, একাধিক চোট আঘাতের আশঙ্কা!

ATK Mohun Bagan: সেমিফাইনাল নিশ্চিত করেও স্বস্তি নেই, একাধিক চোট আঘাতের আশঙ্কা!

- Advertisement -

চোটের আশঙ্কায় ফের ভুগছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। চেন্নাইয়েনের বিরুদ্ধে জিতেও তাই পুরোপুরি খুশি হতে পারছেন না কোচ হুয়ান ফেরান্দো। প্রশ্ন থাকছে সন্দেশ ঝিঙ্গনকে নিয়ে। 

চোট নিয়ে খেলতে দেখা গিয়েছে সন্দেশ ঝিঙ্গনকে। পরের ম্যাচে খেলতে পারবেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। যদিও কোচ ইতিবাচক মনোভাব বজায় রাখছেন। ‘ আশা করি ও খেলতে পারবে। দলে কী কী সমস্যা রয়েছে রয়েছে সেটা আমাদের দেখতে হবে। তবে কে কী অবস্থায় রয়েছে তা দেখার জন্য সময় দরকার।’ 

   

সেমিফাইনাল নিশ্চিত করলেও এখনই আবেগে গা ভাসাতে চাইছেন না বাগান ফুটবলাররা। কারণ তাঁদের সামনে রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতে ইন্ডিয়ান সুপার লিগের ক্রম তালিকায় এক নম্বরে উঠে আসার হাতছানি। 

‘সোমবার আমাদের কাছে কার্যত ফাইনাল। জামশেদপুরের এই মরশুমটা খুব ভাল যাচ্ছে। আমাদের লক্ষ্য ম্যাচটা জিতে লিগ টেবলের শীর্ষে যাওয়া।’ জামশেদপুরের বাগানের ম্যাচ সোমবার। 

জনি কাউকো প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ ওর পেশী শক্ত হয়ে গিয়েছিল। ও বহু ম্যাচেই ৯০ মিনিট খেলেছে। কোয়ারান্টাইনের পরে এমন হওয়াই স্বাভাবিক।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular