ডেভিড উইলিয়ামস দল ছেড়েছেন। তিনি এশিয়ান কোটার ফুটবলার। তাঁর বদলি হিসেবে একজনকে নিতেই হবে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ক্লাবকে। ইতিমধ্যে এশিয়ার এক ফুটবলারকে বাছাই করা হয়েছে বলে আগে জানা গিয়েছিল।
এখনও পর্যন্ত যা খবর তাতে একজন এশিয়ান কোটার ডিফেন্ডারকে এটিকে মোহন বাগান নিতে পারে। ডেভিড উইলিয়ামস ফরোয়ার্ড ছিলেন। সেক্ষেত্রে আক্রমণ ভাগে অন্য কোনো বিদেশি ফুটবলারকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল, যিনি এশিয়ার নন।
ফুটবল মহলে গুঞ্জন, ইরানের ডিফেন্ডার হাদি মহাম্মদদিকে এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্টের পছন্দ হয়েছে। তাঁকে নেওয়ার জন্য ক্লাব চেষ্টা চালাচ্ছে বলে অনুমান।
৩১ বছর বয়সী হাদি ইরানের বয়স বিত্তিক জাতীয় দলে খেলছেন। মূলত সেন্ট্রাল ব্যাকের ফুটবলার। সিনিয়র ক্লাব কেরিয়ারে খুব বেশি দলে খেলেননি। তবে কোনো ক্লাবে সই করলে সেখানে একাধিক মরশুমে থাকার নজির তাঁর রয়েছে। ডিফেন্ডার হলেও গোল করতে পারেন। কিছু গোল রয়েছে নামের পাশে।