ISL: ওপেন প্লে থেকে সবথেকে বেশি গোল করেছে বাগান, ধারেকাছে নেই কেউ

Won ATK Mohun Bagan

সেমিফাইনালে (ISL) নামার আগে বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) খেলায়। বিশেষত ওপেন প্লে থেকে গোল করার ক্ষেত্রে। এ ব্যাপারে লিগের অন্যান্য দলগুলোকে টেক্কা দিয়েছে সবুজ মেরুন শিবির। 

লিগ পর্বে মোট ৩৭ টি গোল করেছে হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণাধীন এটিকে মোহন বাগান। পরিসংখ্যান অনুযায়ী লিগের লড়াইয়ের চল্লিশের কাছাকাছি গোল করেছে তারা। বাগানের আগে রয়েছে কেবল দুটো দল। হায়দরাবাদ এফসি (৪৩), জামশেদপুর এফসি (৪২) । 

   

ওপেন প্লে থেকে সবথেকে বেশি গোল করেছেন লিস্টন কোলাসো, জনি কাউকোরা। ৩৭ টি গোলের মধ্যে ২৮টিই তারা করেছে ওপেন প্লে থেকে। নয়টি গোল হয়েছে থ্রু পাস থেকে। ওপেন প্লে এবং থ্রু পাস থেকে গোল করার দিক থেকে বাগানই এখনও পর্যন্ত এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেরা দল। 

গোল করার ব্যাপারে দলের ভারতীয় ফুটবলাররা দেখিয়েছেন মুন্সিয়ানা। এবারের ইন্ডিয়ান সুপার লিগের যে কোনও দলের তুলনায় সবুজ মেরুন জার্সিতে ভারতীয় স্কোরার সবথেকে বেশি। সব মিলিয়ে ১৯টি গোল করেছেন দলের ভারতীয় ফুটবলাররা। ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি দলের ভারতীয় ফুটবলাররা ২০টি গোল করেছিলেন। নতুন নজির গড়ার সুযোগ রয়েছে এটিকে মোহন বাগানের সামনে। অবশ্যই চোখ থাকবে লিস্টন কোলাসো, মনবীর সিংয়ের দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন