বহু দিন হল গোলের দেখা নেই। তরুণ কিয়ান নাসিরিকে একাধিক ম্যাচে নামিয়েছেন কোচ হুয়ান ফেরান্দো। কিন্তু কাজের কাজটি করে দেখাতে পারেননি এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) পঁচিশ নম্বর জার্সিধারী ফুটবলার। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওটি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) অফিসিয়াল টুইটার প্রোফাইল থেকে। অনুশীলনের মাঝে কিয়ানের পায়ের কাজ দেখা গিয়েছে সেখানে। একাই বল পায়ে নাচাচ্ছেন তিনি।
.@Kiyannassiri takes us around the world 😉🌏#HeroISL #LetsFootball #KiyanNassiri pic.twitter.com/y7GOxSUVTQ
— Indian Super League (@IndSuperLeague) March 14, 2022
ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্যায়ের সেমিফাইনাল পর্যুদস্ত হয়েছে এটিকে মোহন বাগান। গ্রুপ পর্যায়ে যে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দল অপরাজিত ছিল, তাদের কাছেই মাটি ধরল বাগানের ফুটবলাররা। আক্রমণভাগে লোক বাড়িয়েও কাঙ্ক্ষিত ফল পাননি কোচ হুয়ান ফেরান্দো।
<
p style=”text-align: justify;”>গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কিয়ান নাসিরি। লেফট উইং দিয়ে বল চলে এসেছিল কিয়ানের কাছে। তরুণ স্ট্রাইকারের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছিল হায়দরাবাদ এফসির ডিফেন্ডার। বল তেকাঠিতে রাখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সফল হননি। পোস্টে লেগে বল চলে যায় অন্যদিকে। ডার্বি ম্যাচের নায়ক কিয়ান নাসিরি এই ম্যাচেও ড্রেসিং রুমে ফিরেছেন ফাঁকা হাতে।