ATK Mohun Bagan: শীঘ্রই ময়দানে প্রত‍্যাবর্তন করবেন জনি কাউকো

এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার জনি কাউকো।যতদিন তিনি সবুজ মেরুন জার্সি গায়ে খেলেছেন, ততদিন ক্লাবকে তেমন কোনও খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি।জনি কাউকো একজন সেন্ট্রাল মিডফিল্ডের একজন ফুটবলার, তবুও বেশ কিছু ম‍্যাচে তাকে গোল করে দলকে জেতাতে দেখা গেছে।

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মাঝমাঠ কে দারুণ নির্ভরতা দিয়েছিলেন তিনি।বর্তমানে চোটের জেরে গোটা মরশুমের জন্যেই ছিটকে গেছেন তিনি।চোট পাওয়ার পর নিজের দেশে ফিরে যান কাউকো, এবং অপারেশন করানোর পর রিহ‍্যাব শুরু করেছেন তিনি।ইতিমধ্যে কাউকো তার রিহ‍্যাবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

   

সেই ভিডিওতে কাউকো কে দেখা গেছে জিমে অনুশীলন করার মধ্যে দিয়ে দ্রুত মাঠে ফেরার প্রস্তুতি নিতে।চলতি বছরেই এটিকে মোহনবাগানের সাথে চুক্তি শেষ হচ্ছে কাউকোর।শোনা যাচ্ছে কাউকোর সাথে চুক্তি বাড়াতে চায় এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।কাউকো যে একজন ভীষণ গুরুত্বপূর্ণ একজন ফুটবলার, সেটা খুব ভালো ভাবেই জানেন সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।তাই তাকে হাতছাড়া করতে চাইবেনা তারা কোনও মতেই।খুব শীঘ্রই তিনি মাঠে ফিরবেন,এমনটাই আশা করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন