বর্তমানে জোরকদমে দল গঠনের প্রক্রিয়া জারি রয়েছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। বেশ কিছু বিভাগে ইতিমধ্যে একাধিক শক্তিশালী ফুটবলার নিয়েছে তারা। এবার তাদের টার্গেট একজন বাছাই করা ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার’কে দলে নেওয়ার। এবং এক্ষেত্রে ফেরান্দোর দলের পছন্দের তালিকায় প্রথম সারিতে আছে গ্লান মার্টিনস।
শোনা যাচ্ছে ক্লাবের প্রাক্তন ফুটবলার এবং ভারতের জাতীয় দলের মিডফিল্ডার গোয়ানিজ গ্লান মার্টিনস’কে দলে পেতে আগ্রহী সবুজ মেরুন ব্রিগেড।২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার’কে দলে পেতে তার বর্তমান ক্লাব এফসি গোয়ার সাথে কথা চালাচ্ছে এটিকে মোহনবাগান ।
শেষ কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে ভালো ফুটবল খেলে আসছে মার্টিনস।এটিকে মোহনবাগানের আগে স্পোর্টিং গোয়া এবং চার্চিল ব্রাদার্সের হয়েও খেলেছিলেন তিনি।তবে তার বর্তমান ক্লাব এফসি গোয়ার সাথে ২০২৪ সাল অবধি চুক্তি আছে, যদি এই ডিল বাস্তবায়িত করতেই হয় তাহলে এটিকে মোহনবাগান’কে মোটা অংকের ট্রান্সফার ফি দিতে হবে।এছাড়া তার বর্তমান ক্লাব তাকে ছাড়বে কিনা, সেটা নিয়ে প্রশ্ন তো থাকছেই।