ATK Mohun Bagan: এই ভারতীয় স্ট্রাইকারকে নিতে চলেছে এটিকে মোহনবাগান

আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনও বিদেশি স্ট্রাইকার নিচ্ছে না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার বদলে কোনও দেশি স্ট্রাইকার নিতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড এমনটাই মনে করা হচ্ছে।

ATK Mohun Bagan

আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনও বিদেশি স্ট্রাইকার নিচ্ছে না এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তার বদলে কোনও দেশি স্ট্রাইকার নিতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড এমনটাই মনে করা হচ্ছে।

Advertisements

ইতিমধ্যে উরুগুয়ের ফুটবলার গ‍্যালেগোকে নিয়ে এসে একটা অবিশ্বাস্য চমক দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।কারণ সবাই প্রত‍্যাশা করেছিলো কোন স্ট্রাইকার পজিশনের ফুটবলার আসছে এটিকে মোহনবাগানে, কিন্তু কোচ নিয়ে আসলেন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের ফুটবলার।সবুজ মেরুন কোচের এই পদক্ষেপে স্পষ্ট তিনি বর্তমানে ভারতীয় কোনো স্ট্রাইকার কে নিতে চলেছেন।বিষয়টি ভারতীয় ফুটবলের জন্যে অত্যন্ত ভালো একটা বিজ্ঞাপন।

বিজ্ঞাপন

বর্তমানে এটিকে মোহনবাগানের অবস্থা দেখে প্রশ্ন উঠবে কোন ভারতীয় ফুটবলার গোল করবে? চোট পেয়েছেন মনবীর সিং,নিজের চেনা ছন্দে নেই লিস্টন কোলাসো।ফারদিন আলী মোল্লা এবং কিয়ান নাসিরির মতো ফুটবলার’রা ভালো খেললেও তাদের নব্বই মিনিট খেলানো হয়না।এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে সবুজ মেরূন দলে একজন নতুন স্ট্রাইকার আসবেই।

এইমুহুর্তে যতদূর শোনা যাচ্ছে জুয়ান ফেরান্দো একজন ভারতীয় স্ট্রাইকার কে নিতে চলেছেন যে ইতিমধ্যে তার বিরুদ্ধে খেলেছিলেন।এর এফসি গোয়ার কোচ ছিলেন জুয়ান ফেরান্দো, সেই সময় ইশান পান্ডিতা খেলেছিলেন তার কোচিংয়ে।খেলেছিলেন দেবেন্দ্র এবং ফ্ল‍্যান গোমস।পরের দুই নাম নিয়ে বিশেষ আলোচনা না চললেও ইশান পান্ডিতার নাম কিন্তু প্রবল ভাবে রয়েছে আলোচনার মধ্যে।

বর্তমানে জামশেদপুর এফসি দলে নিয়মিত ভাবে খেলার সুযোগ পাচ্ছেন ইশান পান্ডিতা। সূত্রের খবর অনুযায়ী তার সাথে কথাবার্তা চালাচ্ছে সবুজ মেরুন টিম ম‍্যানেজমেন্ট। ইশানকে না পেলে দেবেন্দ্র কে দলে নেওয়ার ব‍্যাপারে চিন্তা ভাবনা করতে পারে সবুজ মেরুন ব্রিগেড।