বড় শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। শোনা যাচ্ছে সবুজ মেরুন শিবিরকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পথে CFL ম্যানেজমেন্ট। এই মরশুম এবং এর আগের মরশুমের CFL এ অংশগ্রহণ করেনি এটিকে মোহনবাগান দল।
এই মরশুমের CFL শুরুর আগে এটিকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছিলেন যে সিএফএল ম্যানেজমেন্ট যদি তাদের বকেয়া টাকা মিটিয়ে দেয় তাহলে তাদের কলকাতা লিগে খেলতে কোনও রকম আপত্তি নেই। পরবর্তী সময়ে লিগ কমিটি এই প্রস্তাব মেনে নিলেও আচমকা মোহনবাগান দল না খেলার সিদ্ধান্ত নেয়। কলকাতার ঐতিহ্যবাহী লিগে বাংলার অন্যতম তিন প্রধান দল খেলবে সেটাই প্রত্যাশা করে সবাই। কিন্তু তিন প্রধানের মধ্যে ইস্টবেঙ্গল এবং মহামেডান অংশগ্রহণ করলেও এটিকে মোহনবাগান অংশগ্রহণ করেননি।
সবুজ মেরুন সমর্থকরাও চেয়েছিলেন যে এটিকে মোহনবাগান লিগে অংশগ্রহণ করুক। টানা দুই মরশুম সিএফএলে সবুজ মেরুন ব্রিগেড অংশগ্রহণ না করায় বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা লিগ আয়োজক কমিটি। লিগ থেকে অনির্দিষ্টকালের জন্যে নির্বাসন নাকি অন্য কোনও আশঙ্কা ঘাপটি মেরে বসে আছে আপামর সবুজ মেরুন সমর্থকদের জন্যে, এখন সেটাই দেখার বিষয়।