২০২৩-২৪ মরশুমের জন্যে দল পোক্ত করতে চাইছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ইতিমধ্যে উইনার্স শিল্ড হাতছাড়া হয়েছে সবুজ মেরুন শিবিরের। এবার এটিকে মোহনবাগানের যাবতীয় ফোকাস ইন্ডিয়ান সুপার লিগ জেতার উপর। তবে এখন থেকেই পরের মরশুমের দল গোছানোর উপর ফোকাস করছে সবুজ মেরুন শিবির।
আগামী মরশুমের জন্য এটিকে মোহনবাগান দলে নিতে চায় হায়দ্রাবাদ এফসির ফুটবলার জোয়েল চাইনিজ কে। ৩২ বছর বয়সী এই ফুটবলার আইএসএলে মোট ১২ টা ম্যাচ খেলেছিলেন, এবং দুটো গোল করেছেন, করেছেন একটা অ্যাসিস্ট।এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু ২.২ কোটি টাকা।হায়দ্রাবাদের সাথে এই ফুটবলারের চুক্তি আছে এবছর মে মাস অবধি।
আগামী মরশুমের জন্যে এই ফুটবলার কে দলে নিতে পারে এটিকে মোহনবাগান।এমনটাই শোনা যাচ্ছে। তবে ময়দানে এবিষয় যতোই জল্পনা ছড়াক।কিন্তু ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে তাকে নেওয়ার সম্ভাবনা খুবই কম সবুজ মেরূনের।কারণ জুয়ান ফেরান্দোর দলে ফ্রেডরিকো গ্যালেগো এবং দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলার আছে এখন। এছাড়া জুয়ান ফেরান্দো স্ট্রাইকার নেওয়ার বিষয় দারুণ অনীহা প্রকাশ করে আসছে বহুদিন ধরে।তিনি গোল করার ক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডার এবং মিডফিল্ডারদের উপর ভরসা করেন বেশি।