ATK Mohun Bagan: সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ম্যাচের আগে স্বস্তিতে মেরিনার্স ক্যাম্প

আগামী শনিবার ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই ম্যাচের আগে সুখবর সবুজ মেরুন ভক্তদের কাছে।ফুটবলার দিমিত্রি পেট্রাটোস চোটমুক্ত হয়ে মাঠে ফিরছেন।…

Dimitri Petratos

short-samachar

আগামী শনিবার ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) খেলা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই ম্যাচের আগে সুখবর সবুজ মেরুন ভক্তদের কাছে।ফুটবলার দিমিত্রি পেট্রাটোস চোটমুক্ত হয়ে মাঠে ফিরছেন।

   

বুধবার ATKমোহনবাগানের টুইট পোস্ট দিমিত্রির ইনজুরি ইস্যুতে সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করে দিয়ে ক্যাপসনে লিখেছে,” 👀 এর মতো অ্যাকশনে ফিরে আসার অপেক্ষায়
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন” সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে কোনও ফাঁকফোকর রাখতে নারাজ হুগো বাউমাদের হেডস্যার হুয়ান ফেরান্দো। রয় কৃষ্ণদের বিরুদ্ধে অ্যাওয় ম্যাচে তিন পয়েন্ট পেলেই আইএসএলের টেবলে চার নম্বর থেকে ওপরে ওঠার সুযোগ পাবে মেরিনার্সরা।

চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসি মোটেও স্বস্তিতে নেই।ইতিমধ্যে ৭ ম্যাচ খেলা হয়ে গিয়েছে প্রবীর দাসদের,কিন্তু বিএফসি জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে,চার ম্যাচ হেরেছে এবং এক ম্যাচ ড্র করে লিগ টেবলে ৯ নম্বরে।তাই লিগ টেবলে নীচের দিকে থাকা টিম বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় ছাড়া অন্যকিছু ভাবতে নারাজ সবুজ মেরুন ব্রিগেড।