আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ইন্ডিয়ান সুপার লীগের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (ATK Mohun Bagan) ,প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ISL টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী ATK মোহনবাগান-SC ইস্টবেঙ্গল, ফতোর্দার PJN স্টেডিয়ামে। ঠিক এমন আবহে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দোর ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি ভারতীয় ফুটবল মহলে ঝড় তুলেছে।
৩৮১ তম ডার্বি ম্যাচে বল গড়ানোর আগে ATK মোহনবাগানের টুইটার হ্যান্ডেলে হেডকোচ হুয়ান ফেরান্দোর ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি হল,
💬 “যখন আমি এসসি ইস্টবেঙ্গলের শেষ কয়েকটি খেলা দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে খেলোয়াড়রা আরও বেশি ফ্রি এবং আরও কমপ্যাক্ট। এটি একটি সহজ খেলা হবে না”
বস ডার্বি-মোডে যাচ্ছে! 🤘”
প্রসঙ্গত, ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা।ডার্বি ম্যাচে যে দল ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারে জয় তাদেরই। পেন্ডুলামের মতোই ডার্বি ম্যাচ ৫০-৫০ এর লড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান আনুষ্ঠানিক নামকরণ) টিমের কাছে।
এককথায়, হাইভোল্টেজ ডার্বি ম্যাচের মনস্তাত্ত্বিক লড়াই, উত্তাপ মাঠের ভিতর খেলা চলাকালীন যতটা, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াই সঙ্গে উত্তাপ অনেকটাই বেশি। যে টিম এই চাপ ধরে রেখে ডার্বি ম্যাচের দিন পারফর্ম করবে তারাই ‘কেল্লা ফতেহ’ করতে পারবে।
আর তাই ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট প্রসঙ্গে ATK মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল আগেই বলেছেন,”ডার্বি ম্যাচ সকল সময়েই আলাদা বল গেম।”
অনেক ঝড় ঝাপ্টা পুইয়ে শনিবার মেরিনার্সরা PJN স্টেডিয়ামে ডার্বি ম্যাচ খেলতে নামছে মারিও রিভেরার লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে। কোভিড-১৯ ভাইরাস গ্রাস করেছে সবুজ মেরুন ফুটবলারদের ফিটনেস লেভেলে।অনেক খেলোয়াড়ই শারীরিক ও মানসিক ভাবে কিছুটা পিছিয়ে পড়েছে। চলতি ISL টুর্নামেন্টে করোনার জেরে ATK মোহনবাগানের ম্যাচ নম্বর ৫৩ ওডিশা এফসির বিপক্ষে,ম্যাচ ৬১ বেঙ্গালুরু এফসি এবং ম্যাচ ৬৬ কেরালা ব্লাস্টার্স এফসি এই তিন ম্যাচ স্থগিতের ধাক্কা কাটিয়ে টিমকে উইনিং ট্র্যাকে ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ হয়ে উঠেছে স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দোর (Juan Fernando) কাছে। অবশ্য স্থগিত হওয়া তিন ম্যাচের মধ্যে ISL’র ৫৩ নম্বর গেম পুনঃনির্ধারিত সময়সূচীতে অনুষ্ঠিত করে যৌথ আয়োজক প্রতিষ্ঠানAIFF-FSDL। ওই স্থগিত হওয়া পুনঃনির্ধারিত ম্যাচে ATK মোহনবাগান ওডিশা এফসি’র বিরুদ্ধে হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে গোলশূন্য’তে ড্র করেছে।
অন্যদিকে, মেরিনার্স ক্যাম্পের বস হুয়ান ফেরান্দো ডার্বি ম্যাচের আগেভাগেই উষ্মা প্রকাশ করে বলেছেন, “অবশ্যই। ম্যাচের প্রস্তুতি হয়ে যাওয়ার পরে যদি ম্যাচের দিন সকালে জানা যায় ম্যাচটা হচ্ছে না, তা হলে খুবই হতাশ লাগে। আমাদের ক্ষেত্রে এইরকম তিন-তিনবার হয়েছে। তবে এটা একটা কঠিন সময়। এই সময়ে ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।”
সব মিলিয়ে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে বল গড়ানোর কয়েক ঘন্টার ব্যবধানে আগাছালো ATK মোহনবাগান টিমের হেডকোচ হুয়ান ফেরান্দোর বিস্ফোরক স্বীকারোক্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ফুটবল মহলে।