
মাঝে ছন্দ কেটেছিল কিছুটা। ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারছিল না এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। হুয়ান ফেরান্দো এসে হাল ধরেছেন দলের। এখন আরও জোরালো হয়েছে বাগানের আইএসএল শিরোপা জেতার দাবি।
২২ ফেব্রুয়ারি, শুক্রবার সবুজ-মেরুন তাঁবুতে প্রবেশ করল এক বিশেষ সম্মান। দর্শকদের বিচারে সপ্তাহের সেরা গোলে খেতাব জিতে নিল এটিকে মোহন বাগান। সৌজন্যে মনবীর সিং।

এফসি গোয়ার বিরুদ্ধে অনবদ্য গোল করেছিলেন মনবীর। ফুটবল প্রেমীদের মনে ধরেছে পাঞ্জাব তনয়ের সেই গোল। গ্লানসিং হেডারে গোয়ার ডিফেন্স ভেদ করেছিলেন তিনি। দল ম্যাচটি জিতেছিল ০-২ গোলে। মনবীরের জোড়া গোল।
গ্রুপ পর্যায়ে ইতিমধ্যে ষোলটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে এটিকে মোহন বাগানের। তৃতীয় স্থানে রয়েছে দল। প্রাপ্ত পয়েন্ট ৩০। পরাজয় মাত্র দু’টি ম্যাচে। অমীমাংসিত ছ’টি ম্যাচ। জয় এসেছে আটটি ম্যাচে। বাগানের পরের ম্যাচ ২৪ তারিখে, ওডিশার বিরুদ্ধে।










